দেশ বিদেশ
শুল্ক হুমকি সামলাতে মার্কিন পণ্যের আমদানি বৃদ্ধির ঘোষণা দিলো ভিয়েতনাম
মানবজমিন ডেস্ক
৯ এপ্রিল ২০২৫, বুধবারমার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি সামাল দিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম কেনার ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। পাশাপাশি শুল্ক আরোপের সময় আরও ৪৫ দিন বিলম্ব করার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফাম মিন চিন। সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্যিক বিমান কেনার কথাও জানিয়েছে হ্যানয়। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এসব কথা জানিয়েছেন ফাম মিন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ পশ্চিমা কোম্পানিগুলোর জন্য একটি প্রধান আঞ্চলিক উৎপাদন হাব। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল প্রায় ১২৩ বিলিয়ন ডলার। ভিয়েতনামের বৃহত্তম রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। যার ফলে দেশটির বাণিজ্য খাত চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই অবস্থা এড়াতে দেশটির প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে শুল্ক আরোপে বিলম্ব করার অনুরোধ জানিয়েছে। প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারসাম্যপূর্ণ এবং টেকসই বাণিজ্যের জন্য ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে চায় হ্যানয়।
এদিকে চীনের বিভিন্ন পণ্য আমদানিতে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সোমবার বলেছেন, তার দেশ চীন থেকে ট্রান্সশিপিং, সামুদ্রিক খাবার এবং অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে উদ্বিগ্ন। ভিয়েতনামের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক থাকায় এমন মন্তব্য করেছেন নাভারো। তিনি বলেছেন, ভিয়েতনাম বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরির সঙ্গে জড়িত। নিজেদের উৎপাদিত পণ্য কমমূল্যে বিক্রয়ের জন্য অভিযোগ করে নাভারো বলেছেন, তারা চীনের বাইরে এই পণ্যগুলো বাজারজাত করছে।
তবে এ বিষয়গুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ফাম মিন চিন। বিবৃতিতে বলা হয়েছে- মুদ্রানীতি, বিনিময় হার, শুল্ক বাধা এবং পণ্যের সঠিক উৎস নিশ্চিত করার মতো বিষয়গুলো পুনর্বিবেচনা করবে ভিয়েতনাম। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান দ্বিপক্ষীয় চুক্তির সামঞ্জস্য বিবেচনা করার কথাও জানিয়েছে তারা।