রাজনীতি
দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি কাজী মামুনের
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯:০৯ অপরাহ্ন

জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাংচুর ও লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে মিছিল- সমাবেশ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। যার ধারাবাহিকতায় গতকালও দেশব্যাপী ইসরায়েল বিরোধী মিছিল সমাবেশ চলাকালে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, দেশে এই ধরনের বিশৃঙ্খলা চলতে দেয়া যায় না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের গোয়েন্দা বাহিনীকে ঢেলে সাজিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে। বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব গাজা ভূখণ্ডে ইসরাইলী হামলা ও নিরীহ প্যালেস্টাইনী জনগণকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।