ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

রাজনীতি

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি: চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন

mzamin

বাংলাদেশ একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। আর কোন স্বৈরতন্ত্র যাতে জন্ম নিতে না পারে সেজন্য জাতি হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত এক বৈঠকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি, বাংলাদেশের ইসলামপন্থা একটি শান্তিপূর্ণ সংস্কারমূলক ধারায় কাজ করে। এই ভূখণ্ডে ইসলাম প্রসারের ঐতিহাসিক কারণেই এখানে সহিংসতার কোন স্থান নাই। বিচ্ছিন্ন কোন ঘটনাকে বড় করে না দেখে বরং সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে বাংলাদেশকে একটি ইতিবাচক, শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কর্মঠ জনগোষ্ঠীর দেশ হিসেবেই দেখা যাবে।

তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাগত জীবনে একজন ব্যবসায়ী ছিলেন। ইসলামে “সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দীকীন এবং শহীদদের সঙ্গে থাকবে” মর্মে ঘোষণা দিয়ে ব্যবসায়ীদের সম্মান বৃদ্ধি করা হয়েছে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও সারাবিশ্বের ব্যবসায়ীদেরকে আমাদের ভূমিতে স্বাগত জানাই। 

চরমোনাই পীর বলেন, চলমান বিনিয়োগ সম্মেলনে আগত বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ। এদেশের মানুষ ধার্মিক। ধর্মান্ধ নয়। সততা, কর্তব্যনিষ্ঠতা, দায়বদ্ধতা আমরা ধর্ম থেকেই শিখেছি। একই সঙ্গে আমাদের রয়েছে বিপুল উদ্দীপনাময় শিক্ষিত তারুণ্য। আমাদের রাজনৈতিক পরিস্থিতি শান্ত। রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আগের যে কোন সময়ের চেয়ে ভালো। ফলে বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি চমৎকার স্থান। আমরা আপনাদের আগমনকে স্বাগত জানাই এবং আপনাদের বিনিয়োগের সুরক্ষায় যা যা করনীয় তা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা করবো, ইনশাআল্লাহ।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউুনস আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইউম প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status