ঢাকা, ১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল, রিমান্ডে ২

স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু (৩৮) ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতির (৩২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামিদের আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারহান ইবনে গফুর। অপরদিকে, আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। উভয়পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। নথি থেকে জানা যায়, আসামি পারভীন চাঁদ মিশু ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার গোপালপুর গ্রামের প্রয়াত শাহাদাৎ খানের মেয়ে। অন্য আসামি সাবরিনা ইতি মুন্সীগঞ্জ জেলা সদরের দক্ষিণ চর ভাষানচর গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে। গত ৪ঠা এপ্রিল সকালে শেরেবাংলা নগর থানাধীন বাংলাদেশ বেতারের সামনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীসহ আওয়ামী যুব মহিলা লীগের কতিপয় নেতাকর্মী অবৈধ মিছিল বের করেন। তারা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে একে অন্যকে সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করেন। মিছিলের দুইদিন পর গত ৬ই এপ্রিল এ দুই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ।

 

পাঠকের মতামত

বাংলাদেশে আওয়ামী লীগের ১৭ বছরের অন্যায় অত্যাচার, দেশের ৪ লাখ কোটি টাকা পাচার, মানুষ হত্যা, গুম, খুন ইত্যাদি এবং দ্রব্যমূল্যের উর্দ্ধগতিসহ জনদুর্ভোগ করার কারনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক।

Md Nurul Amin
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৯:০৭ পূর্বাহ্ন

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status