দেশ বিদেশ
যুক্তরাষ্ট্রে হামে আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
মানবজমিন ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবারহামের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে আরেক শিশুর মৃত্যু হয়েছে। এতে দেশটিতে এই রোগে মোট দুই শিশুর মৃত্যু হলো। রোববার এই তথ্য জানিয়েছে টেক্সাসের একটি মেডিকেল সেন্টার। সংক্রামক এই রোগে এ পর্যন্ত ৬৫০ জনের বেশি শিশু আক্রান্ত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, হামে সমপ্রতি এত শিশু আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউএমসি হেলথ সিস্টেমের ভাইস প্রেসিডেন্ট অ্যারন ডেভিস। বার্তা সংস্থাটিকে তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি সমপ্রতি হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হামের জটিলতার জন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হামের টিকা না দেয়ায় শিশুটির অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থা জানা ছিল না বলে জানিয়েছে অ্যারন ডেভিস। এএফপি বলছে, বছরের পর বছর ধরে যখন যুক্তরাষ্ট্র হামের প্রাদুর্ভাবের মুখোমুখি হচ্ছে তখন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র টিকার গুরুত্বকে খাটো করে দেখছেন। এতে শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তবে সমপ্রতি প্রাদুর্ভাবের কারণে হামের বিস্তার রোধে এমএমআর টিকাকে কার্যকর উপায় বলে স্বীকার করেছেন কেনেডি। এক্সের পোস্টে তিনি বলেন, তার স্বাস্থ্য ও মানবসেবা (এইচএইচএস) বিভাগ এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) টেক্সাসে টিকা বিতরণে সহায়তা করছে। এ ছাড়া হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যুতে তার পরিবারকে সান্ত্বনা দেয়ার জন্য টেক্সাসে গিয়েছিলেন কেনেডি। রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ছিল ৬৪২ জন, যার মধ্যে ৪৯৯ জনই টেক্সাসের। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই প্রাদুর্ভাবকে এখন পর্যন্ত মোটামুটি কম আক্রান্ত বলে মন্তব্য করেছেন ট্রাম্প।
তবে এটি যদি বাড়তে থাকে তাহলে ট্রাম্পের প্রশাসন জোরালো পদক্ষেপ নেবেন বলেও জানানো হয়েছে। টেক্সাসের পাশাপাশি ফ্লোরিডা, নিউ ইয়র্ক সিটিতেও এই ভাইরাসের সংক্রমণের ঘটনা শনাক্ত করেছে। এর আগে ফেব্রুয়ারিতে হামে আক্রান্ত হয়ে টেক্সাসেই প্রথম শিশুটির মৃত্যু হয়। যা গত এক দশকের মধ্যে এই রোগে প্রথম মার্কিন মৃত্যুর ঘটনা।