ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

তড়িঘড়ি ভারত ও চীন থেকে পাঁচটি বিমানবোঝাই আইফোন নিয়ে আমেরিকায় গেলো অ্যাপল

মানবজমিন ডিজিটাল

(১৯ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৯:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন

mzamin

মার্চের শেষ সপ্তাহেই মাত্র তিন দিনের মধ্যে আইফোন এবং অন্যান্য সামগ্রীবোঝাই পাঁচটি বিমান ভারত থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে অ্যাপল। একজন ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে এ খবর নিশ্চিত করেছেন। আমেরিকায় আমদানি হওয়া বিদেশি পণ্যের উপর ‘পারস্পরিক শুল্ক’ বসিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ৫ এপ্রিল থেকে ১০ শতাংশ শুল্ক কার্যকরও হয়ে গিয়েছে। ট্রাম্পের শুল্ক-ধাক্কা এড়াতেই   জরুরি ভিত্তিতে অ্যাপলের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। শুধু ভারত থেকেই নয়, চীনের  কারখানাগুলো থেকেও আমেরিকায় জরুরিভিত্তিতে পণ্য নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, শুল্কের বোঝা সত্ত্বেও আপাতত ভারত বা অন্যান্য দেশের বাজারে পণ্যের মূল্যবৃদ্ধির কোনও পরিকল্পনা নেই অ্যাপলের। বছরের এই সময় সাধারণত ধীর গতিতে ‘শিপিং’য়ের মরসুম! শুল্ক বিতর্কের আবহেও পর্যাপ্ত জোগান থাকায় এখনই দাম বাড়ছে না অ্যাপলের এই ফোনের। তবে, বিভিন্ন দেশের কারখানাগুলো  থেকে পণ্য আমেরিকায় নিয়ে যাওয়া সামগ্রিকভাবে পণ্যের দামের উপর কী প্রভাব ফেলবে, তা পর্যালোচনা করে দেখবে সংস্থা। সূত্রের খবর, যেকোনো মূল্যবৃদ্ধি কেবল মার্কিন বাজারে সীমাবদ্ধ থাকবে না, বরং ভারত সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক অঞ্চলগুলোতে তার প্রভাব ফেলবে। উৎপাদন স্থানগুলোতে বিভিন্ন শুল্ক কাঠামো কীভাবে তার সরবরাহ শৃঙ্খলে প্রভাব ফেলবে তা বিশ্লেষণ করছে অ্যাপল। কোম্পানির  পণ্যের জন্য যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ বাজার। তাই  ভোক্তাদের উপর বর্ধিত খরচ এড়াতে কাজ করছে অ্যাপল কর্তৃপক্ষ, যা চাহিদা এবং লাভ উভয়ের উপরই প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৬% পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যা ৯ এপ্রিল থেকে কার্যকর করা হবে। এটি  ভারতে অ্যাপলের ভবিষ্যতের উৎপাদন কৌশলকে প্রভাবিত করতে পারে। অ্যাপল চীন থেকে বেশিরভাগ উৎপাদন সরিয়ে নেওয়ার ফলে ভারত তার বৈশ্বিক উৎপাদন নেটওয়ার্কে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারতে আইফোন এবং এয়ারপড উৎপাদনের উপর দৃষ্টি নিবদ্ধ করে, অ্যাপল মূলত শুল্ক সুবিধা থেকে উপকৃত হবে।  চীনা পণ্যের উপর ৫৪% আরোপের তুলনায় ভারতীয় রপ্তানিতে যুক্তরাষ্ট্রে ২৬% পারস্পরিক শুল্ক আরোপের সম্মুখীন হতে হবে অ্যাপলকে। এই উল্লেখযোগ্য ২৮ শতাংশের পার্থক্য অ্যাপলের জন্য ভারতে উৎপাদন স্থানান্তর ত্বরান্বিত করার সুযোগ করে দিতে পারে।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status