অনলাইন
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নতুন ৫ দফা
স্টাফ রিপোর্টার
(২০ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৯:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩১ অপরাহ্ন

জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হাসিলে নতুন করে পাঁচ দফা দাবি নিয়ে মাঠে নামছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সোমবার গণমাধ্যমে পাঠনো ফোরাম প্রেসিডেন্ট এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত বার্তায় ওই ৫ দফা দাবি শেয়ার করা হয়। দাবিগুলো হলো- এক. সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীর মধ্যে যারা ফ্যাসিস্টদের দোসর ও দুর্নীতি পরায়ণ তাদেরকে অবিলম্বে চাকরি থেকে অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে। দুই. নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার স্বার্থে সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে। তিন. ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার বর্তমানে কর্মরত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য সংস্থা/দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতে হবে। চার. বৈষম্যের শিকার এখনো বঞ্চিত সকল ক্যাডার, নন-ক্যাডার কর্মকর্তা/কর্মচারীকে দ্রুত পদোন্নতিসহ প্রাপ্য সুবিধা প্রদান করতে হবে। পাঁচ. ফ্যাসিস্ট দোসর ও দুর্নীতি পরায়ণ কর্মকর্তা/ কর্মচারীদের পদোন্নতি/পদায়নে যারা পৃষ্ঠপোষকতা করছেন এবং করবেন, তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে। বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ৫ই আগস্টের রক্তাক্ত অভ্যুত্থানে সক্রিয় ছিল। এখনো প্রশাসনে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার তারা। ওই ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।