ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ইসরাইলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে: রাশেদ প্রধান

স্টাফ রিপোর্টার

(২১ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৭:১৮ অপরাহ্ন

mzamin

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ফিলিস্তিনের মজলুম জনগণের প্রতি ইসরাইলের বর্বর গণহত্যা আমাদের ব্যথিত করেছে, আমরা বাকরুদ্ধ। কিন্তু চুপ থাকলে চলবে না, ফিলিস্তিনের মজলুম জনগনের পক্ষে আমাদের সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা ইসরায়েলের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিলেন। গোপনে ইসরায়েল থেকে অস্ত্র কিনতেন, আমাদের পাসপোর্ট নিয়ে ইসরাইল ভ্রমণের অনুমোদন দিয়েছিলেন। আমাদের এখন ইসরাইলের পণ্য বর্জন করতে হবে, ইসরাইলের সাথে অর্থনৈতিক এবং কূটনৈতিকসহ সকল সম্পর্ক ছিন্ন করতে হবে।

সোমবার (০৭ এপ্রিল - ২৫) বিকালে পল্টন এলাকায় গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গাজাবাসীর ডাকে বিশ্বব্যাপী ধর্মঘট এর প্রতি সংহতি জানিয়ে জাগপা আয়োজিত নীরব প্রতিবাদী অবস্থান কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  রাশেদ প্রধান বলেন, আমরা ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে পারছি না। তাই ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করতে হবে, দোয়া করতে হবে এবং সহযোগিতা করতে হবে। ফিলিস্তিনের মানুষ মানবেতর জীবনযাপন করছে। স্বশরীরে অথবা বিকাশ ডোনেশন এর মাধ্যমে আপনারা সামর্থ অনুযায়ী বাংলাদেশে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে সহায়তা করবেন। মনে রাখবেন এই যুদ্ধ শুধুমাত্র গাজাবাসীর নয়, এই যুদ্ধ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের।

গাজাবাসীর ডাকে বিশ্বব্যাপী ধর্মঘট এর প্রতি সংহতি জানিয়ে জাগপা আয়োজিত নীরব প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, ঢাকা জেলা জাগপার সহসভাপতি জিয়াউল আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউল আনোয়ার,  যুব জাগপার ক্রীড়া সম্পাদক শ্রী জনি নন্দী প্রমুখ।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status