ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় ভারতে একদিনে বিনিয়োগকারীরা খুইয়েছেন ২০ লক্ষ কোটি রুপি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(২১ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৬:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩০ অপরাহ্ন

mzamin

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় সোমবার সপ্তাহের প্রথম দিনে গোটা বিশ্বের সঙ্গে ভারতের শেয়ার বাজার রক্তাক্ত হয়েছে। ধ্বসের ঠেলায় মাথায় হাত বিনিয়োগকারীদের। মানিকন্ট্রোল এবং এনডিটিভি প্রফিটের রিপোর্টে দাবি করা হয়েছে, সোমবার বিনিয়োগকারীরা ২০ লক্ষ কোটি রুপি খুইয়েছেন বলে অনুমান।

সোমবার প্রি মার্কেটে একটা সময়ে ৩০০০ পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল ভারতের শেয়ার বাজার। এরপর বাজারে লেনদেন শুরু হতে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সূচক। বেলা ৩টা নাগাদ সেনসেক্স প্রায় ২৭০০ পয়েন্ট নীচে ছিল গত দিনের  তুলনায়। এদিকে নিফটি ৫০একটা সময় ১২০০ পয়েন্টেরও বেশি নেমে গিয়েছিল। ৩টা নাগাদ নিফটি প্রায় ৮০০ পয়েন্ট নীচে নেমে আসে। আজ একটা সময়ে সেনসেক্স এবং নিফটি প্রায় ৫ শতাংশেরও বেশি নেমে গিয়েছিল। তবে বাজার বন্ধের  সময় সেনসেক্স এবং নিফটি, উভয়ই প্রায় ৩.৫ শতাংশ  শতাংশ নীচে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর শুল্কের প্রভাব নিয়ে ক্রমবর্ধমান আশঙ্কা প্রতিফলিত হয়েছে নিক্কেই থেকে কোসপি, হ্যাং সেঙে। এদিন জাপানের নিক্কেই ২২৫ সূচক কমেছে ৬.৪৮ শতাংশ। এরপর হংকংয়ের হ্যাং সেং সূচক কমেছে প্রায় ১০ শতাংশ। তাইওয়ানের তাইওয়ান ওয়েটেড ইনডেক্সেও বড় ধরনের পতন দেখা গিয়েছে। সেখানের শেয়ার বাজার খোলার পরই ৯.৬১ শতাংশ হ্রাস পেয়েছিল তাইওয়ানের সূচক। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার কেওএসপিআই সূচক কমেছে ৪.১৪ শতাংশ এবং চীনের সাংহাই কম্পোজিট সূচক কমেছে ৬.৫ শতাংশ। এদিকে অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক সূচক এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০-ও ৩.৮২ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে ইঙ্গিত মিলেছে, শেয়ার বাজারে বিক্রির হিড়িক কেবলমাত্র বড়বড় অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়েও এর প্রভাব  পড়েছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status