অনলাইন
গাজায় গণহত্যা
একদিন পেছানো হলো ‘স্বাধীনতা কনসার্ট’
স্টাফ রিপোর্টার
(২৩ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন

গাজা এবং রাফায় ইসরাইল বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল ঢাকাসহ চার বিভাগে ‘স্বাধীনতা কনসার্ট’ করবে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন। সোমবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সঙ্গে সাক্ষাৎ শেষে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, গাজা এবং রাফায় ইসরাইল বর্বরোচিত গণহত্যা ও হামলা করেছে। সেই মুহূর্তে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ সর্বপ্রথম এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আগামী ১১ এপ্রিল আমাদের পূর্বনির্ধারিত ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর স্বাধীনতা কনসার্ট। শুধু ঢাকায় নয়, একই সঙ্গে চারটা ভেন্যুতে আমাদের এই অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। আমরা সবাই একাত্ম হয়ে এই বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেজন্য আমরা ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল চারটি ভেন্যুতে একসঙ্গে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে স্বাধীনতা কনসার্ট করব।
এ্যানির নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’- এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এসএম জিলানী ও জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
পাঠকের মতামত
বিএনপির এই খমতালিপ্সু কন্সার্ট পন্ড করার জন্য সবাইকে আহবান জানাচ্ছি
বন্ধ করেন এইসব ফালতু কন্সার্ট। গাজার শিষুরা বোমায় উড়ে আর আপনারা খমতায় যাবার ধান্দামি কন্সার্ট করেন।