অনলাইন
গাজায় হামলার প্রতিবাদ
রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার
(৩ দিন আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১:১৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর থেকে জড়ো হতে থাকেন তারা।
এ সময় গাজায় হামলার প্রতিবাদ সম্বলিত বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।
এদিকে গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে সংহতি জানিয়ে আজ সোমবার বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা হবে না। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছেন।