অনলাইন
বংশালে পাঁচ তলা ভবনে আগুন, ১ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
(৩ দিন আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৫০ অপরাহ্ন

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোড এলাকার একটি পাঁচ তলা ভবনের নিচতলায় আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ধোঁয়ায় ১৮ জন অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে ৭জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাদের ভর্তি করা হয়।
মৃত ব্যক্তির নাম আমিন উদ্দিন (৬৫)। অসুস্থদের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মোছা. মমতাজ (৫৫), ইকবাল (৪৭), মোছা. শিল্পী (৪২), মো. বুলবুল (৩৭), মুশপিকা (২৫), মো. শাকিব (২২) ও তালহান (৪)।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বংশালের নাজিমুদ্দিন রোডে একটি পাঁচ তলা বাসার নিচতলা আগুন লাগে। এতে ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮ জনকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি সাত জন চিকিৎসাধীন রয়েছেন।’