খেলা
১৫ বলে বাংলাদেশের দ্রুততম হাঁফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন পারভেজ
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ৪:০৩ অপরাহ্ন

ঈদের ছুটির পর আজ মাঠে ফিরেছে ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল)। প্রথম দিন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে তাণ্ডব চালালেন আবাহনীর ক্রিকেট লিমিটেডের পারভেজ হোসেন ইমন। ৫ ছক্কায় ১৫ বলেই ফিফটি হাঁকিয়ে গড়লেন রেকর্ডও।
বিকেএসপিতে শাইনপুকুরকে ৮৮ রানে গুঁটিয়ে দেয় আবাহনী। রান তাড়ায় নেমে স্রেফ ৬.৪ ওভারেই ১০ উইকেটে জিতে নেয় ম্যাচ। ব্যাট হাতে ৪টি চার ও ৬টি ছক্কার মারে ২৩ বলে ৬১ রান করেন পারভেজ হোসেন। এই টর্নেডো ইনিংস খেলার পথে তিনি ফিফটি করেন ১৫ বলেই। লিস্ট ‘এ’ ক্রিকেট তো বটেই, স্বীকৃত ক্রিকেটেও এটি বাংলাদেশের দ্রুততম ফিফটির রেকর্ড। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ফরহাদ রেজা ও হাবিবুর রহমান। ২০১৯-এ প্রিমিয়ার লীগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি হাঁকান ফরহাদ। এর চার বছর বাংলাদেশ ক্রিকেট লীগের লিস্ট ‘এ’ সংস্করণে হাবিবুরও ফিফটি করেন ১৯ বলে। সেদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে কেবল ৪৯ বলে সেঞ্চুরি করেন এই ওপেনিং ব্যাটার, যা কি না এখনও এই সংস্করণে দেশের দ্রুততম সেঞ্চুরি।