ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় মিরাজ, ঋতুপর্ণা ও সাগর ইসলাম

স্পোর্টস রিপোর্টার
৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
mzamin

বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা ও আরচার সাগর ইসলাম। এ ছাড়া পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানার সঙ্গে আছেন সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমা। এই দুই বিভাগের বিজয়ীর নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। এ বছর ১৫টি বিভাগে সর্বমোট ১৩ জন বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করা হবে। আগামী শুক্রবার বেলা সাড়ে ৩টায়, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে বসতে যাচ্ছে ক্রীড়াঙ্গনে অন্যতম আকর্ষণীয় এই আসর। গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) ডাচ্‌-বাংলা ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। এ সময়  বিএসপিএ-র সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং ড. জেসমিন জামান, বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, খেলোয়াড় যাচাই-বাছাই কমিটির চেয়ারম্যান পরাগ আরমান ও সদস্য সচিব মাহবুব সরকার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ নিয়ে দশমবারের মতো দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করছে। 
পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা সংযুক্ত করা হলো- 
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতুপর্ণা চাকমা (ফুটবল), সাগর ইসলাম (আরচারি)
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনীত): মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট), ঋতুপর্ণা চাকমা (ফুটবল), নাহিদ রানা (ক্রিকেট), বর্ষসেরা ক্রিকেটার:  মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা ফুটবলার:  ঋতুপর্ণা চাকমা, বর্ষসেরা অ্যাথলেট: জহির রায়হান, বর্ষসেরা আরচার:  সাগর ইসলাম, বর্ষসেরা দাবাড়ু: মনন রেজা নীড়, উদীয়মান ক্রীড়াবিদ: নাহিদ রানা (ক্রিকেট), বর্ষসেরা দল:  অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল, সক্রিয় সংস্থা: শামস্‌-উল-হুদা ফুটবল একাডেমি, যশোর, বর্ষসেরা কোচ:  মওদুদুর রহমান শুভ (হকি), বিশেষ সম্মাননা: হামিদুল ইসলাম (ভারোত্তোলন), তৃণমূল সংগঠক:  বীরসেন চাকমা (রাঙ্গামাটি), সেরা সংগঠক: মো. ইমরুল হাসান (ফুটবল) ও বর্ষসেরা আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status