ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন গ্যারি স্টিড

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১:১৪ অপরাহ্ন

mzamin

গ্যারি স্টিডের অধীনে তিনটি বৈশ্বিক আসরের ফাইনাল খেলেছে নিউজিল্যান্ড। এখনও তার চুক্তি রয়েছে আগামী জুন পর্যন্ত। তবে আগেভাগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন কিউইদের এই অন্যতম সফল কোচ। ব্ল্যাক ক্যাপদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ার পর টেস্ট দলে কোচিংয়ের ভবিষ্যৎ নিয়েও ভাবছেন এই ৫৩ বছর বয়সী কোচ।
টানা ক্রিকেটের ক্লান্তি থেকে কিছুটা মুক্তি চান স্টিড। সে কারণেই মূলত এই সিদ্ধান্ত বেছে নেয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সফরের পর সফর করার জীবন থেকে আমি কিছুটা সময়ের জন্য দূরে থাকতে চাই এবং ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। গত সেপ্টেম্বর থেকে ছয়-সাত মাস ধরে টানা ক্রিকেটে বেশ ব্যস্ত সময় কাটাতে হয়েছে। এখন নিজের সামনে বিকল্পগুলো নিয়ে ভাবতে চাই। তবে কোচিংয়ে আমার এখনও কিছু আছে বলেই আমি মনে করি। যদিও সেটি হয়তো সব সংস্করণের জন্য নয়।’ লাল বলের কোচিংয়ে থাকা নিয়েও নিজের ভাবনাটা জানিয়ে রাখলেন স্টিড। তিনি বলেন, ‘আমার স্ত্রী ও পরিবারের সঙ্গে আলোচনা করে সামনের সময়টায় পরিস্থিতি বুঝে নেয়ার সুযোগ পাব। এরপর আরও ভালোভাবে বুঝতে পারব যে টেস্ট দলের কোচের দায়িত্বে পুনরায় আবেদন করব কি না।’ ২০১৮তে নিউজিল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব পান গ্যারি স্টিড। নিজের খেলোয়াড়ি জীবন স্রেফ পাঁচ টেস্ট ম্যাচে থেমে গেলেও কোচ হিসেবে নিউজিল্যান্ডের অন্যতম সেরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তার অধীনেই ২০১৯ বিশ্বকাপে ফাইনালে পৌঁছে ব্ল্যাক ক্যাপরা। সেবার শুধুমাত্র কম বাউন্ডারি হাঁকানোর নিয়মের কারণে শিরোপা জেতা হয়নি কেইন উইলিয়ামসনদের। তার কোচিংয়েই ২০২১-এর টি-টোয়েন্টি ও এ বছরের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে জায়গা করে নেয় কিউইরা। নানা সময়ে ভিন্ন ভিন্ন কারণে মূল ক্রিকেটারদের অনেককে পাননি তিনি। এরপরও স্টিডের অধীনে বেশ ধারাবাহিক ক্রিকেটের প্রদর্শন করে তার শিষ্যরা। এইতো ক’দিন আগেই এক প্রকার দ্বিতীয় সারির দল নিয়েই পাকিস্তানকে ঘরের মাঠে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ঘোল খাইয়েছে নিউজিল্যান্ড।

লাল বলের কোচ হিসেবেও দারুণ সফল স্টিড। তার অধীনেই প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতে নিউজিল্যান্ড। গত বছর ভারতে গিয়ে হোয়াইটওয়াশ করে আসে স্বাগতিকদের। স্টিডের স্থলাভিষিক্ত হতে পারেন কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার সাদা বলের দায়িত্ব ছাড়া রব ওয়াল্টার। 
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status