খেলা
সানজিদা-কৃষ্ণাসহ আরও চারজন যাচ্ছেন ভুটানের লীগে
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২:২৪ অপরাহ্ন

ভুটানের নারী ফুটবল লীগে এক এক করে ১০ জন বাংলাদেশির খেলা চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে থিম্পুতে পৌঁছে গেছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমারা। সবশেষ সংযোজন হিসেবে আজ জানা গিয়েছে, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও কৃষ্ণা রানী সরকারও ধরবেন ভুটানের পথ।
এফসি পারোতে খেলবেন সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। ১১ এপ্রিল যাওয়ার কথা আছে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে চুক্তিবদ্ধ হওয়া মাসুরা পারভীন ও রুপণা চাকমার। সবশেষ সংযোজনের মধ্যে সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন থিম্পু সিটির হয়ে। কৃষ্ণা খেলবেন মাসুরা পারভীনদের দলে। যদিও মোসাম্মৎ সাগরিকাকে চেয়েছিল ট্রান্সপোর্ট। তবে ফিফার নিয়ম অনুযায়ী বয়স ১৮ পূর্ণ না হওয়ার যাওয়া হচ্ছে না তার।