খেলা
চ্যাম্পিয়নস লীগে বার্সা ম্যাচের আগে বড় ধাক্কা ডর্টমুন্ডের
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৩:৫৫ অপরাহ্ন

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে আগামীকাল মুখোমুখি বার্সেলোনা ও বরুশিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে আগামীকাল রাতে জার্মান জায়ান্টদের আতিথেয়তা দেবে স্প্যানিশ জায়ান্টরা। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ডর্টমুন্ড। হাঁটুর চোটে পড়ে বাকি মৌসুমের জন্যে ডিফেন্ডার নিকো শ্লটারবেককে হারিয়েছে ক্লাবটি।
চলতি মৌসুমে খুব একটা ভালো অবস্থায় নেই বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান লীগে ২৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে বর্তমানে অষ্টম হলুদ-কালোরা। অর্থাৎ আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লীগ তো দূর, ইউরোপা লীগ এমনকি কনফারেন্স লীগেও খেলার যোগ্যতা এখনও অর্জিত হয়নি ক্লাবটির। ৬ ম্যাচ বাকি থাকতে চারে থাকা মঞ্জার থেকে এখনও ৫ পয়েন্টে পিছিয়ে তারা। এরই মধ্যে আরেকটি দু:সংবাদ উড়ে এলো হলুদ দেয়ালের শিবিরে। সোমবার এক বিবৃতিতে জার্মান ক্লাবটি জানায়, চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না শ্লটারবেকের। বাঁ হাঁটুর চোটের কারণে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন এই ২৫ বছর বয়সী জার্মান ডিফেন্ডার। বাস্তবতা মেনে নিয়ে শ্লটারবেকের দ্রুত ফিরে আসার অপেক্ষায় থাকার কথা জানিয়ে ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সেবাস্তিয়ান কেইল বলেন, ‘নিকোকে হারানো আমাদের জন্য অনেক বড় ধাক্কা। চলতি মৌসুমে ধারাবাহিক ভালো পারফর্মেন্স দিয়ে আমাদের মুগ্ধ করেছে এবং সে দলের গুরুত্বপূর্ণ অংশ। আশা করি সে দ্রুতই সেরে উঠবে ও সে যাত্রায় আমাদের সর্বোচ্চ সহায়তা পাবে।’
চ্যাম্পিয়নস লীগে গত মৌসুমে ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপা হারায় বরুশিয়া ডর্টমুন্ড। এবার কোয়ার্টার ফাইনালেই আরেক শক্ত প্রতিপক্ষ বার্সেলোনার মুখোমুখি হতে হচ্ছে গত বারের রানার্সআপদের। অন্যদিকে চলতি বছরে দুর্দান্ত ছন্দে এগোচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই জমিয়ে দিয়েও এখনও শীর্ষেই আছে হান্সি ফ্লিকের দল। চলতি বছরে ইউরোপের শীর্ষ ৫ লীগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বার্সেলোনাই। শেষ ম্যাচে ঘরের মাঠেই রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও মনোবলে ভাটা পড়ার কথা না ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবের।