খেলা
লা লিগা প্রধানকে কড়া হুশিয়ারি বার্সেলোনার
স্পোর্টস ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৩:০৩ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের সঙ্গে কারও না কারও ঝামেলা বেধেই আছে। এবার স্প্যানিশ লীগের কতৃপক্ষের প্রতি দীর্ঘদিনের অসন্তোষ বিস্ফোরিত হয়েছে বার্সেলোনার বিবৃতিতে। হাভিয়ের তেবাসের প্রকাশ্যে মন্তব্য ও আর্থিক তথ্য ফাঁসের ঘটনায় রীতিমত হুশিয়ারি দিয়েছে কাতালানরা। সেই সঙ্গে ডেলিগেটেড কমিটি থেকে নিজেদের প্রত্যাহারও করে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
এর আগে গত ২রা এপ্রিল বার্সার ভিআইপি লাউঞ্জ বিষয়ক আর্থিক কর্মকান্ড নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে লা লিগা। বার্সেলোনার দাবি, তাদের অনুমতি ছাড়াই ক্লাবের আর্থিক তথ্য এভাবে প্রকাশ করা হয়েছে। একে ‘অপেশাদার’ ও ‘অনুচিত’ আচরণ হিসেবে অভিহিত করেছে বার্সা বোর্ড। একটি বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘আমাদের অনুমতি না নিয়েই লা লিগা কতৃপক্ষ যে তথ্য প্রকাশ করেছে, তা স্পষ্টভাবে তাদের দায়িত্বের লঙ্ঘন ও লীগের বাজেট সংক্রান্ত ৫ নম্বর ধারার লঙ্ঘন।’ ক্লাবটির দাবি, এই বিবৃতির পর থেকেই গণমাধ্যমে তাদের সভাপতি হুয়ান লাপোর্তার বিরুদ্ধে পরিকল্পিত ‘অপপ্রচার’ শুরু হয়েছে। সেখানে আরও বলা হয়, ‘লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস যেভাবে পাউ ভিক্টর ও দানি ওলমোর বৈধ নিবন্ধন নিয়ে মন্তব্য করেছেন, তা শুধুমাত্র বিভ্রান্তিকরই নয়, এটি একটি প্রতিষ্ঠিত ক্লাবকে অস্থিতিশীল করার প্রয়াস।’ বিবৃতিটিতে বলা হয়, ‘তেবাস তার ব্যক্তিগত ব্যাখ্যা দিয়ে ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ একইসঙ্গে লা লিগাকে আর্থিক তথ্য অথবা ক্লাব সম্পর্কিত কোনো উদ্যোগ জনসম্মুখে প্রকাশ না করার অনুরোধও জানানো হয়। এবং অবিলম্বে ২রা এপ্রিলের সেই বিবৃতিটি ওয়েবসাইট থেকে সরিয়ে নেয়ার দাবিও জানানো হয়।
বার্সেলোনা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতেও ভাববে না তারা। সেই সঙ্গে, লাস পালামাস ও সেল্টা ভিগোকেও বার্সা জানিয়েছে যে, যেই যৌথ প্রার্থীতা দিয়ে এতদিন তারা ডেলগেটেড কমিটিতে ছিল, সেখান থেকেও নিজেদের সরিয়ে নিয়েছে কাতালান ক্লাবটি।