ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

বান্দরবান সেনা রিজিয়নের সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

বান্দরবান প্রতিনিধি
৯ আগস্ট ২০২২, মঙ্গলবার

 জেলা ও উপজেলার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে বান্দরবান সেনা রিজিয়ন। গতকাল সকালে বান্দরবান পার্বত্য জেলার সকল উপজেলার প্রেস ক্লাব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন ও মতবিবিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। তিনি শুরুতেই সম্মিলিত ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার, বান্দরবান, বিজিবি সেক্টর সদর দপ্তর, সকল জোন কমান্ডারগণ, রিজিয়নের অন্য অফিসারবৃন্দ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। অনুষ্ঠানে ৭টি উপজেলা  থেকে প্রেস ক্লাব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সর্বমোট ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। রিজিয়ন কমান্ডার বান্দরবান জেলাসহ সকল উপজেলার প্রেস ক্লাবগুলোকে অবকাঠামোগত উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। তিনি বস্তুনিষ্ঠ তথ্য প্রচারে অবিচল সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। তথ্যনির্ভর সংবাদের মাধ্যমে পার্বত্য এলাকায় উন্নয়নের স্রোতধারা সারা বিশ্বকে জানানোর জন্য অনুরোধ করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অন্যান্য এলাকার মতো নয়। পাহাড়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের এই অঞ্চলে রয়েছে ১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস।

বিজ্ঞাপন
সাংবাদিকরা হলো সেই সব ব্যক্তি, যারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং অত্র অঞ্চলের সার্বিক উত্তরণের চাবিকাঠি। এ ছাড়াও, তিনি শান্তিচুক্তি বাস্তবায়ন, অর্থনৈতিক উন্নয়ন, সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম, পার্বত্য অঞ্চলে দাতা সংস্থার কার্যক্রম, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে কার্যক্রম পরিচালনা করা, সকল জাতি গোষ্ঠীর নিজস্ব রীতিনীতি সংরক্ষণ, দুর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কিত তথ্যাদি, গুজব নির্মূল এবং পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসবাদ নিরসনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কর্তৃক উপস্থিত পার্বত্যাঞ্চলের প্রান্তিক সাংবাদিকগণকে পার্বত্যাঞ্চলের ঝুঁকিপূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status