ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ড্রাগন-হাতির এক ছন্দে নাচা দরকার দুই দেশের মানুষের স্বার্থেই: জিনপিং

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৩ পূর্বাহ্ন

mzamin

ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ড্রাগন-হাতি’র যৌথ নাচের মতোই হওয়া উচিত। মঙ্গলবার দুই দেশের ৭৫ বছর কূটনৈতিক সম্পর্ক উদযাপন উপলক্ষে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুভেচ্ছা বার্তা বিনিময় করার সময় এই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

২০২০ সালে পূর্ব লাদাখে সামরিক অচলাবস্থার কারণে চার বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পরে ভারত ও চীনের সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার মধ্যে শি’র মন্তব্য তাৎপর্যপূর্ণ।

সিনহুয়া নিউজ এজেন্সির খবর মোতাবেক, ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর উদ্দেশে জিনপিং একটি চিঠি পাঠিয়েছেন। তাতেই তিনি লিখেন, ‘ভারত-চীন সম্পর্কের উন্নতি থেকে এটাই পরিষ্কার যে, পারস্পরিক সহযোগিতার রাস্তায় হাঁটাই ভারত ও চীনের পক্ষে সঠিক সিদ্ধান্ত। হাতি ও ড্রাগনের ট্যাঙ্গো নাচই উভয় দেশ ও তার মানুষদের জন্য প্রয়োজন।’

শি বলেন, ‘উভয় দেশের উচিত কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক পরিচালনা করা এবং একে অপরের সঙ্গে চলার জন্য শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক আস্থা, পারস্পরিক সুবিধা এবং সাধারণ উন্নয়ন নিশ্চিত করা।

শি চিঠিতে লিখেন, ‘উভয় দেশেরই যৌথভাবে বহুমুখী বিশ্ব ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বৃহত্তর গণতন্ত্রের প্রচার করা উচিত’। কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীতে শি বলেছেন, ‘তিনি বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করার, প্রধান আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয়কে আরও গভীর করার এবং চীন-ভারত সীমান্ত এলাকায় শান্তি রক্ষায় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি জোর দিয়েছেন যে, উভয় দেশেরই বিশ্ব শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখা উচিত।

ভারত ও চীনের সভ্যতাকে প্রাচীন হিসেবে বর্ণনা করে শি বলেন, ‘উভয় দেশই প্রধান উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। দু’টি জাতিই তাদের নিজ নিজ আধুনিকীকরণ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে।’

সিনহুয়া অনুসারে, চিঠির প্রেক্ষিতে প্রেসিডেন্ট মুর্মু একটি স্থিতিশীল, অনুমানযোগ্য এবং বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের আহ্বান জানিয়েছেন যা উভয় দেশ এবং বিশ্বকে উপকৃত করবে। তিনি কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীকে ভারত-চীন সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নকে যৌথভাবে প্রচার করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করার প্রস্তাব করেছেন।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘শি ও প্রেসিডেন্ট মুর্মু ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং অভিনন্দন বার্তা বিনিময় করেছেন।’

সূত্র: ইন্ডিয়া টুডে

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status