অনলাইন
মালয়েশিয়ার রহস্যময় এমএইচ৩৭০ বিমান অনুসন্ধান স্থগিত
নিজস্ব প্রতিনিধি, মালয়েশিয়া
(২৩ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৭ অপরাহ্ন

১০ বছর আগে নিখোঁজ হওয়া রহস্যময় এমএইচ৩৭০ বিমানের অনুসন্ধান স্থগিত করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী, লোক সিও ফুক এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম, মালয় মেইল, ফ্রি মালয়েশিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যম, নিউজ এজেন্সি এএফপি, দি ইন্ডিপেন্ডেন্ট এবং আল জাজিরা সহ বেশ কয়েকটি গণমাধ্যম আজ জানিয়েছে, নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০-এর সর্বশেষ অনুসন্ধান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রীর সহকারীর মাধ্যমে বৃহস্পতিবার এএফপিকে পাঠানো এক ভয়েস রেকর্ডিংয়ে বলেন, “তারা আপাতত অভিযান বন্ধ রেখেছে। বছরের শেষে অনুসন্ধান আবার শুরু হবে।”
রহস্যময় বিমানটি ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে ২৩৯ আরোহীসহ নিখোঁজ হয়। বিশ্বের বৃহত্তম অনুসন্ধান অভিযানগুলোর একটি হওয়া সত্ত্বেও এক দশকেরও বেশি সময় ধরে বিমানের মূল ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
এক মাস আগে মালয়েশিয়ার কর্তৃপক্ষ অনুসন্ধান পুনরায় শুরুর ঘোষণা দিলেও, তা আবারও স্থগিত করা হলো। এর আগে ভারত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে অনুসন্ধান চালানো হলেও সফলতার মুখ দেখেনি দেশটি।
অস্ট্রেলিয়া নেতৃত্বাধীন প্রাথমিক অনুসন্ধান তিন বছর ধরে ১ লাখ ২০ হাজার বর্গকিলোমিটার জুড়ে পরিচালিত হলেও বিমানের কিছু বিচ্ছিন্ন ধ্বংসাবশেষ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সূত্র মেলেনি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক সামুদ্রিক অনুসন্ধান প্রতিষ্ঠান ওশান ইনফিনিটি ২০১৮ সালে ব্যর্থ অনুসন্ধানের পর এ বছর নতুন করে পূনরায় অভিযান শুরু করেছিল।
দেশটির প্রায় সবকটি গণমাধ্যম বলছে, পরিবহনমন্ত্রী, লোক সিও ফুক কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের এক অনুষ্ঠানে জানিয়েছেন, "এখন অনুসন্ধানের উপযুক্ত সময় নয়। বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাবে কিনা, তা অনুসন্ধানের ওপর নির্ভর করবে।”