ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত

অনলাইন ডেস্ক

(১৮ ঘন্টা আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৯:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

দক্ষিণ কোরিয়ার আদালত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণ করেছে। শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত এই রায় দেয়।  রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউনের অপসারণের ফলে দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মুন হিউং-বে জানান, প্রেসিডেন্ট ইউন সোক ইয়ল সংবিধানে নির্ধারিত ক্ষমতার সীমা লঙ্ঘন করে দায়িত্বের বরখেলাপ করেছেন। তার এই পদক্ষেপ ছিল গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত।

এই সংকট শুরু হয়েছিল গত ৩ ডিসেম্বর ইউন সুক ইওলের সামরিক আইন ঘোষণার মধ্য দিয়ে। তবে সামরিক আইন জারির ছয় ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্টে প্রবেশ করেন এবং প্রস্তাবটি নাকচ করে দেন। যার পরই ইউন আইনটি প্রত্যাহার করেন।

এদিকে, প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের অপসারণ দাবিতে আয়োজিত এক বিশাল সমাবেশে উপস্থিত হাজারো মানুষ আদালতের রায় ঘোষণার পর আনন্দে উল্লাসে ফেটে পড়েন।

পাঠকের মতামত

অতি উত্তম সাংবিধানিক ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত করতে সাংবিধানিক কোর্ট বিচার করে অপসারণ করার ক্ষমতিধিকারী। এই ব্যবস্থা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। যাতে ক্ষমতার অপব্যবহার বন্ধ কথা যায়। বাংলাদেশে সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি মানুষ কে পাখির মত গুলি করে মারার আদেশ দেয়।

Kazi
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১২:৩২ অপরাহ্ন

জবাবদিহিতা জনগনের শাসনকে নিশ্চিত করে,যেটা বাংলাদেশের স্বৈরাচারী হাসিনার আমলে ছিলোনা।নতুন সংস্কার কমিশনের রিপোর্ট সে অধিকার সমুন্নত রাখবে বলে আশা করি।

সৈয়দ নজরুল হুদা
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ১১:০৮ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status