ঢাকা, ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

আম্বর শাহ শাহী জামে মসজিদের প্রধান খতিব আতাউল্লাহ’র ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

(১০ ঘন্টা আগে) ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৮ অপরাহ্ন

mzamin

কারওয়ান বাজারের আম্বর শাহ শাহী জামে মসজিদের প্রধান খতিব মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে কামরাঙ্গীরচর নূরিয়া মাদ্রাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আম্বর শাহ শাহী জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাইফুল আলম নিরব, সিনিয়র সহ-সভাপতি মু.আতাউর রহমান সরকার এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেন।

এক শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা আতাউল্লাহ ১৯৮৫ সাল থেকে আম্বর শাহ শাহী জামে মসজিদের প্রধান খতিবের দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করেছেন। উনার ইন্তেকালে আমরা একজন দেশ সেরা আলেমকে হারিয়েছি। আমরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন মরহুমকে বেহেশতের সর্ব্বোচ্চ আসনে সম্মানিত করেন।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status