ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

চট্টগ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত যুবদল কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

(২৩ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৮ অপরাহ্ন

চট্টগ্রামের খুলশীতে ব্যানার টাঙানোকে  কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ যুবদল নেতা জিহাদ মারা গেছেন। গুলিবিদ্ধ হয়ে  ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার (৩ এপ্রিল) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২১ মার্চ রাত সোয়া আটটার দিকে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হালিম শাহ আলম ও নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন গ্রুপের মধ্যে ইফতার বিতরণ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এঘটনায় ওইদিন জিহাদসহ আহত হয় ৪ জন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজিবর রহমান জানান, সংঘর্ষের সময় উভয়পক্ষ একে অপরের ওপর হামলা চালায় এবং গুলি বিনিময় হয়। এ সময় ছাত্রদল নেতা জিহাদুর রহমান গুলিবিদ্ধ হন। এ বিষয়ে থানায় মামলা হলে ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত , আব্দুল হালিম শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরীর অনুসারী বলে পরিচিত। আর ছাত্রদল সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিননের অনুসারী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বেশ কিছুদিন ধরে খুলশী এলাকায় শাহ আলম ও তুহিনের মধ্যে বিরোধ চলে আসছে।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status