ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ট্রাম্পের অর্ধেক শুল্কনীতিতে ভারতের উপর চাপলো ২৬ শতাংশ শুল্ক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(২০ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:২৯ অপরাহ্ন

mzamin

নির্ধারিত দিনেই পারস্পরিক শুল্ক নীতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেখানে প্রতিটা দেশকে কিছুটা ছাড় দেয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। তাই একে ‘ছাড়যুক্ত পারস্পরিক শুল্ক’বলে উল্লেখ করেছেন তিনি। নতুন নিয়ম চালু করার ক্ষেত্রে আলাদা করে ভারতের কথা বলতে শোনা গেছে তাকে।  ট্রাম্প বলেন, দিল্লির নীতি খুবই কঠিন। কিছু দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে এসেছিলেন। তিনি আমার দুর্দান্ত বন্ধু। আমি তাকে বলি, বন্ধু হওয়া সত্ত্বেও আপনি আমাদের সঙ্গে সঠিক ব্যবহার করছেন না। মার্কিন পণ্যের উপর ভারত ৫২ শতাংশ শুল্ক নিয়ে থাকে। আমরা সেখানে ২৬ শতাংশ নেব, যা এক কথায় অর্ধেক।বুধবার আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টায় (বাংলাদেশে রাত দুইটা)  ‘পারস্পরিক শুল্ক’ নিয়ে সবিস্তার জানান মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের ঐতিহ্যশালী হোয়াইট হাউসের গোলাপ বাগানে বসে নতুন শুল্ক নীতির ঘোষণা করেন ট্রাম্প। এটি চালু করার সময়ে তিনি বলেন, অনেক দিক ধরে অন্যান্য দেশ আমাদের দুর্বল নিয়ম-কানুনের সুযোগ নিয়ে আমেরিকাকে লুট করে চলেছে। কিন্তু আর নয়। ২ এপ্রিল চিরকাল মুক্তি দিবস হিসাবে পরিচিত হয়ে থাকবে। 

ভারতের পণ্যের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপের পর পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। তার পর বিকল্প উপায় নিয়ে চিন্তাভাবনা করবে নয়াদিল্লি। ইতিমধ্যেই  ভারতের অলঙ্কার ও রত্ন ব্যবসায়ীরা প্রবল ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন।

বিশ্বের অন্তত ৬০টি দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক চাপানোর কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কারও উপর ২০, কারও উপর ২৫, আবার কারও উপর ৪৬ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করেছে আমেরিকা, যার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। 

ট্রাম্প জানিয়েছেন, এই শুল্কগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা সমস্ত পণ্যের উপর ১০ শতাংশ বেস করের অতিরিক্ত হিসাবে ধার্য করা হয়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প আলাদা আলাদা শিল্পের ক্ষেত্রে কীভাবে ছাড়যুক্ত পারস্পরিক শুল্ক নীতি কার্যকর করবেন, তা স্পষ্ট করেননি।

পাঠকের মতামত

ভাই, বাংলাদেশে কত চাপালো সেইটা হেডিং না দিয়ে ভারতেরটা দিলেন কেন? বাংলাদেশকে কি ভারতের চেয়ে কম না বেশী চাপিয়েছে? মৌলবাদী সাংবাদিকতা বোঝেন? আপনি হচ্ছেন একজন মৌলবাদী সাংঘাতিক ও বাটপার l

কামরুল
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৪০ অপরাহ্ন

bangladesh er upor 37% korse ar apni indian nea head line koren dalalir shima thaka dorkar

mahfuz
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৫ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status