অনলাইন
তুরস্কের বিমানবন্দরে আটকে পড়েছেন ২০০ বেশি ভারতীয়
মানবজমিন ডিজিটাল
(১৮ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:০৬ অপরাহ্ন
লন্ডন থেকে মুম্বাইগামী ভার্জিন আটলান্টিকের একটি বিমান তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। যার ফলে ২০০ জনেরও বেশি ভারতীয় যাত্রী ১৬ ঘন্টারও বেশি সময় ধরে আটকে আছেন বিমানবন্দরে। ভিএস ৩৫৮ নামের বিমানটি মেডিক্যাল এমার্জেন্সির কারণে বিমানবন্দরে অবতরণ করে। মাঝআকাশে এক যাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসার জন্য বিমানটিকে জরুরি অবতরণ করাতে হয় তুরস্কের দিয়ারবাকির বিমানবন্দরে। তার পর ঘণ্টার পর ঘণ্টা কেটে গিয়েছে, এখনও সেই বিমানটিকে তুরস্ক বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ানো সম্ভব হয়নি।
অবতরণের সময় বিমানটিতে একটি যান্ত্রিক ত্রুটি দেখা গেছে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। তুরস্কের বিমানবন্দরটি বিমান পরিচালনা করার জন্য যথেষ্ট দক্ষ নয় বলে জানিয়েছেন একজন যাত্রী। একজন যাত্রী নিউজ১৮ কে জানিয়েছেন যে ভার্জিন আটলান্টিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট পুনরায় চালু করার জন্য বিকল্প ব্যবস্থা ঘোষণা না করায় অনেকেই তাদের পরবর্তী যাত্রা সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়েন। অন্য একজন যাত্রী রিপাবলিক টিভিকে বলেছেন - ' আমরা যোগাযোগ বিহীন অবস্থায় একটি আধা-খালি টার্মিনাল ভবনে আটকা পড়ে আছি। আমাদের সাথে ছোট বাচ্চা, নারী এবং কয়েকজন অসুস্থ মানুষ আছে। আমাদের কাছে কোনও তথ্য নেই। অবতরণের পর প্রায় ১৪ ঘন্টা সময় কেটে গেছে। 'সত্যম সুরানা নামে একজন এক্স ব্যবহারকারী বলেছেন যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সহায়তার আশ্বাস দিয়েছেন এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক পরিস্থিতি পরিচালনার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করেছে। এ ভাবে বিমানবন্দরে আটকে থাকার ঘটনা নতুন নয়। গত বছর ডিসেম্বরে প্রায় ১৮ ঘণ্টা ধরে তুরস্কের ইস্তানবুল বিমানবন্দরে আটকে ছিলেন ৪০০-এর বেশি ভারতীয়। সমালোচনার মুখে পড়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দেয় ‘ইন্ডিগো’। তবে কী কারণে বিমান ছাড়তে বিলম্ব হচ্ছে, তার ব্যাখ্যা দেওয়া হয়নি তাদের তরফে।
সূত্র: হিন্দুস্থান টাইমস