বিশ্বজমিন
তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া বৃদ্ধি
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

তাইওয়ানের আশেপাশে সামরিক মহড়ার তীব্রতা বৃদ্ধি করেছে চীন। বুধবার পূর্ব চীন সাগরে চীনের সামরিক বাহিনী দূরপাল্লার সরাসরি লাইভ মহড়া করেছে। তারা জানিয়েছে যে, তারা বন্দর এবং জ্বালানি বিষয়ক স্থাপনাগুলিতে নির্ভুল হামলার অনুশীলন করছে। তবে সঠিক অবস্থান সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে’র বিরুদ্ধে চীনের বাগাড়ম্বর বৃদ্ধির পর এই মহড়া শুরু হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটি হেগসেথের এশিয়া সফরের ঠিক পরেই এই মহড়া শুরু হয়েছে। তিনি বারবার বেইজিংয়ের সমালোচনা করেন। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব অঞ্চল হিসেবে বিবেচনা করে চীন।
গত বছর নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা গ্রহণকারী লাই তার দেশে বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে, কেবল তাইওয়ানের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। ওদিকে, চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে- বুধবার স্ট্রেইট থান্ডার-২০২৫এ মহড়ার অংশ হিসেবে তাদের স্থল বাহিনী পূর্ব চীন সাগরের জলসীমায় দূরপাল্লার লাইভ-ফায়ার মহড়া পরিচালনা করেছে, যদিও এটি সঠিক অবস্থান সম্পর্কে কিছু জানায়নি। কবলা হয়েছে, এই মহড়ায় গুরুত্বপূর্ণ বন্দর এবং জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানার নিশানা করা হয়েছে। এক্ষেত্রে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। চীনের সামুদ্রিক নিরাপত্তা প্রশাসন মঙ্গলবার গভীর রাতে তাইওয়ান থেকে ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) এরও বেশি দূরে পূর্বাঞ্চলী প্রদেশ ঝেজিয়াংয়ের উত্তর অংশের একটি এলাকা বৃহস্পতিবার রাত পর্যন্ত সামরিক মহড়ার কারণে জাহাজ চলাচলের জন্য নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করেছে।
তাইওয়ানের একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এটি তাইওয়ানের ‘প্রতিক্রিয়াশীল অঞ্চলের’ বাইরে ছিল। এই মহড়া আয়োজনের জন্য চীনের নিন্দা করেছে তাইওয়ান। তাইওয়ানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বুধবার সকালে তাইওয়ানের ‘প্রতিক্রিয়া অঞ্চলে’ ১০টিরও বেশি চীনা যুদ্ধজাহাজ ছিল এবং চীনের উপকূলরক্ষী বাহিনী ‘হয়রানি’মুলক মহড়ায় চালাচ্ছে। বুধবার সকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ২৪ ঘন্টা ধরে চীনের গতিবিধির বিস্তারিত বিবরণ দিয়ে জানিয়েছে, ৭৬টি বিমান এবং ১৫টি যুদ্ধজাহাজ এতে জড়িত ছিল।