বিশ্বজমিন
এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় ধাক্কা খেলো মিয়ানমার
মানবজমিন ডেস্ক
(৪ দিন আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৯ অপরাহ্ন

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বারের মতো ধাক্কা খেলো মিয়ানমার। ভয়াবহ ভূূমিকম্পের এক সপ্তাহ পর শুল্ক চাপের সম্মুখীন হলো দেশটি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সম্প্রতি বিশ্বের সকল দেশের ওপর শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর পরিপ্রেক্ষিতে মিয়ানমারের ওপর ৪৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। যেসব দেশ সর্বোচ্চ শুল্কের মুখোমুখি হয়েছে মিয়ানমার তাদের মধ্যে অন্যতম। একে ভূমিকম্পে বিধ্বস্ত তার ওপর শুল্কের চাপ। এছাড়া বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের চলমান সংঘাত। সব মিলে যেন নাজেহাল পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশের প্রতিবেশী দেশটি। ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমারে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার মানুষ।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলমান। ওই বছর মিন অং হ্লাইংয়ের সামরিক বাহিনী অং সাং সুচির বেসামরিক সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। এদিকে বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাবেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। সেখানে তিনি শুক্রবারে দেশটিতে হওয়া ভয়াবহ ভূমিকম্পের বিষয়টি উথাপন করবেন। উল্লেখ্য, উচ্চ শুল্কের সম্মুখীন দেশগুলোর মধ্যে কম্বোডিয়া অন্যতম। দেশটির ওপর ৪৮ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এশিয়ান ডেভলেপমেন্ট ব্যাংক (এডিবি) এর দেয়া তথ্য অনুযায়ী, দেশটির ১৭ দশমিক ৮ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে।