বিশ্বজমিন
ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন কিশোর
মানবজমিন ডেস্ক
(১৬ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৪৭ অপরাহ্ন

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একদল শিশুর ওপর গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে নিহত হয়েছেন ১৪ বছর বয়সী ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিন কিশোর। আহত হয়েছেন আরও দুজন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রোববার ওই কিশোরের পরিচয় নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। তার নাম ওমর মোহাম্মদ রাবেয়া।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, তাকে তারমুস আয়া শহরের কাছে গুলি করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে, তারা একজন সন্ত্রাসীকে হত্যা করেছে। যিনি মহাসড়কে পাথর নিক্ষেপ করছিলেন। এতে বেসামরিক মানুষদের গাড়ি চালানোর ক্ষেত্রে ঝুঁকি তৈরি হয়। অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সহিংসতা বৃদ্ধির মধ্যেই এমন নৃশংস ঘটনা ঘটলো।
বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী, ইসরাইলি কর্মকর্তারা প্রথমে রাবেয়াকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাকে হত্যা করা হয়। হত্যার পর তারা রাবেয়ার মৃতদেহটি আটকে রাখে। ওই হামলায় আরও দুজন আহত হন। তাদের বয়স ১৪-১৫ বছরের মধ্যে। দুজনেরই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে। ওই দুই কিশোর পেট ও উরুতে আঘাত পান। পরবর্তীতে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। রামাল্লাহ ও এল-বিরেহের গভর্নর লাইলা ঘানেম হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বর্বর ওই হামলার নিন্দা জানান। তিনি বলেন, ফিলিস্তিনের মানুষদেরকে ধ্বংস করার উদ্দেশে সেখানকার শিশুদের টার্গেট করছে ইসরাইল।