বিশ্বজমিন
কারাগারে উন্নত সুযোগ-সুবিধার জন্য আবেদন করলেন বুশরা বিবি
মানবজমিন ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ৬:০৬ অপরাহ্ন

কারাগারে উন্নত সুযোগ সুবিধার জন্য ইসলামাবাদ হাই কোর্টে (আইএইচসি) আবেদন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তার আইনজীবীদের মাধ্যমে আদালতের দ্বারস্থ হয়েছেন দেশটির সাবেক এই ফার্স্ট লেডি। এতে পাকিস্তান কারাবিধি ১৯৭৮ এর অধীনে কারাগারে উন্নত সুযোগ সুবিধার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেয়ার অনুরোধ করেছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
এতে বলা হয়, ওই আবেদনে বুশরা বলেছেন, ইমরান খান যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে বসবাস করতেন। পূর্বের জীবনধারা ও পাবলিক স্ট্যাটাসের কারণে কারাগারে কিছু সুযোগ সুবিধা পাওয়া তার অধিকার। আবেদনে অভিযোগ করে বুশরা বিবি বলেন, আদিয়ালা জেল সুপারিনটেনডেন্টের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
তিনি আরো বলেন, ইমরান খানও ওই জেলে থাকাকালীন একই সুযেগা-সুবিধার যোগ্য ছিলেন। কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনে আদালতের কাছে অনুরোধ জানান বুশরা বিবি। আবেদনে কেন্দ্রীয় সরকার, আদিয়ালা জেলের সুপারিনটেনডেন্ট ও ইসলামাবাদের চিফ কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করেছেন বুশরা।
উল্লেখ্য, ইমরান খান ও আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯০ মিলিয়ন পাউন্ড অর্থ কেলেঙ্কারির অভিযোগ করা হয়। বৃটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) মাধ্যমে ওই অর্থ পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করার বিষয়ে ইমরান খান ও অন্যরা যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ইমরান খানসহ ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখ্য, ইমরান খান চুক্তির গোপনীয় বিবরণ প্রকাশ করা থেকে বিরত থাকেন। ২০১৯ সালের ৩ ডিসেম্বর এটি নিষ্পত্তির জন্য তিনি মন্ত্রীসভার অনুমোদন পান। শর্ত দেয়া হয় ওই তহবিল সুপ্রিম কোর্টে জমা দেয়া হবে।