বিশ্বজমিন
যৌন কেলেঙ্কারি, দল থেকে বরখাস্ত বৃটিশ এমপি
মানবজমিন ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১২:২৫ অপরাহ্ন

ধর্ষণ ও অন্য যৌন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগে বরখাস্ত করা হয়েছে বৃটেনের ক্ষমতাসীন দলের (লেবার পার্টি) এমপি ড্যান নরিসকে (৬৫)। এর আগে একই অপরাধের সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ২০০০-এর দশকের কথিত অপরাধও অন্তর্ভূক্ত আছে। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
পুলিশ জানায়, শুক্রবার ষাটোর্ধ্ব নরিসকে একটি মেয়ের বিরুদ্ধে যৌন অপরাধ, শিশু অপহরণ ও সরকারি অফিসে অসদাচারণের জন্য গ্রেপ্তার করা হয়েছে। আরো বলা হয়, বেশির ভাগ অপরাধই ২০০০-এর দশকে হয়েছে বলে অভিযোগ আছে। তবে আমরা ২০২০-এর দশকের কথিত একটি ধর্ষণের অপরাধের তদন্তও করছি।
এদিকে শনিবার রাতে উত্তর-পূর্ব সমারসেট ও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের হ্যানহামের এমপিকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে লেবার পার্টি। নরিসের গ্রেপ্তারের খবর পাওয়ার পর তাৎক্ষণিক তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
দলটির এক মুখপাত্র বলেন, পুলিশি তদন্ত চলমান থাকায় আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে পারছি না।
উল্লেখ্য, নরিস ২০২৪ সালে কনজারভেটিভ দলের এমপি জ্যাকব রিস-মগকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।