ঢাকা, ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ২৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

‘বিশ্বায়নের সমাপ্তি’ ঘোষণা করতে পারেন স্টারমার

মানবজমিন ডেস্ক

(১৯ ঘন্টা আগে) ৭ এপ্রিল ২০২৫, সোমবার, ১:৩২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

mzamin

বিশ্বায়নের সমাপ্তি ঘোষণা করতে পারেন বৃটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। কেননা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতির ফলে বিশ্ববাজারে এখন যে অস্থিরতা ও অনিশ্চয়তা শুরু হয়েছে তাতে বিশ্বায়নের ধারণা এখন চরম হুমকির মুখে পড়েছে। দ্য টাইমসের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। 

টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বৃটেনের প্রধানমন্ত্রী। সেখানে হয়ত তিনি স্বীকার করবেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পর বিশ্বায়নের যে যুগ শুরু হয়েছিল তা এখন ব্যর্থ হতে চলেছে। এও স্বীকার করবেন, ট্রাম্পের অর্থনৈতিক জাতিয়তাবাদ কেন তার সমর্থকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। কেননা তারা বিশ্বাস করেন মুক্ত বাণিজ্য এবং গণ-অভিবাসন তাদের জন্য কোনো সুফল বয়ে আনেনি। 

বৃটেন সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমসকে এ বিষয়ে অবহিত করেছেন। তিনি জানিয়েছেন, ট্রাম্পের নূন্যতম ১০ শতাংশ শুল্ক আরোপের পদক্ষেপের সঙ্গে একমত নন বৃটেনের সরকার। কেননা স্টারমারের সরকার জানে নতুন করে যে যুগের সূচনা হয়েছে তাতে ট্রাম্পের নীতির পক্ষে বিশাল সমর্থন রয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এমন কিছু করেছেন যার সঙ্গে লেবার সরকার একমত নয়। কেননা এর পেছনে একটি কারণ রয়েছে। সেটি হচ্ছে- পৃথিবী এখন বদলে গেছে, বিশ্বায়নের যুগ শেষ হয়ে গেছে। আমরা এখন নতুন যুগে আছি। নিজেদের দৃষ্টিভঙ্গির দিকে নজর দিতে হবে বলে মনে করেন ওই নেতা। 

তিনি বলেছেন, সংস্কারবাদী লেবার সরকার হয়ত দেশের প্রতিটি মানুষের জন্য এর ব্যাখ্যা দেবে। যুক্তরাষ্ট্রে আমদানির ওপর ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের পর সোমবার প্রথমবারের মতো জনপরিসরে কথা বলবেন বৃটেনের প্রধানমন্ত্রী। সেখানে হয়তবা তিনি স্বীকার করবেন বিশ্ব অর্থনীতিতে সরবরাহ-পক্ষের সংস্কারের মাধ্যমে প্রবৃদ্ধি বাড়াতে বৃটেনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। 

ইতিমধ্যেই দেশের প্রবৃদ্ধি-বান্ধব পরিকল্পনা ঘোষণা কথা জানিয়েছেন বৃটেন সরকার। এ সপ্তাহের শেষের দিকে এই ঘোষণা আসতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ শিথিল করা এবং সরকারের নতুন শিল্প কৌশল জোরদার করা।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status