ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইমরানকে নোবেল মনোনয়ন দিয়ে তোপের মুখে সুইডেনের রাজনৈতিক দল

মানবজমিন ডেস্ক

(২৩ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৮ অপরাহ্ন

mzamin

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ায় তোপের মুখে পড়েছে নরওয়ের রাজনৈতিক দল প্যাট্রিয়েট সেনট্রাম। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। ইমরান খানকে পাকিস্তানে মানবাধিকার ও গণন্ত্রকে এগিয়ে নিতে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়। এতে স্ক্যান্ডিনেভীয় দেশটিতে ওই দলকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। সমালোচনাকারীরা বলছেন, ভোট পাওয়ার জন্য ইমরান খানকে মনোনয়ন দিয়েছে দলটি। এক্সে এক পোস্টে প্যাট্রিয়েট সেনট্রামের তরফ থেকে জানানো হয়, পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নিতে কাজ করায় ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হলো।

উল্লেখ্য, সুইডেনের শিল্পপতি, আবিষ্কারক ও অস্ত্র প্রস্তুতকারক আলফ্রেড নোবেল পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেয়ার রীতি চালু করেন। এগুলো হলো রসায়ন, পদার্থবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তিতে নোবেল। শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার লক্ষ্য হলো শান্তি, আন্তর্জাতিক সহযোগিতা ও সংঘাত হ্রাসের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়া। প্রতি বছর নরওয়ের নোবেল কমিটিতে কয়েকশ মনোনয়োন জমা হয়। এরপর দীর্ঘ আট মাসের প্রক্রিয়ার পর বিজয়ী নির্বাচন করা হয়। এই বছরের পুরস্কারের জন্য মনোয়নের সময়কাল ৩১শে জানুয়ারী শেষ হয়েছে। ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৩৮ জন প্রার্থী মনোনীত হয়েছে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪ টি সংগঠন।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status