ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ট্রাম্পের নতুন শুল্ক আরোপের নীতিতে উত্তাল বিশ্ব অর্থনীতি, বাণিজ্যযুদ্ধের জন্য প্রস্তুত ইউরোপ

মানবজমিন ডেস্ক

(২ দিন আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৪০ অপরাহ্ন

mzamin

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নীতির ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। আগামীকাল ২রা এপ্রিল নতুন করে তার ‘সব দেশের’ জন্য শুল্ক আরোপের কথা আছে। অর্থনীতিবিদরা বলছেন, এটা করা হলে সারাবিশ্বের অর্থনীতিতে ধস নামতে পারে। বৈশ্বিক শেয়ারবাজারগুলো যেন ভূমিকম্পের আঘাতে দুলছে। চোখমুখ শুকিয়ে গেছে বিনিয়োগকারীদের। তবে বৃটেন সহ ইউরোপের হাতে পর্যাপ্ত বিকল্প আছে বলে জানানো হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ট্রাম্পের শুল্ক আরোপের ফলে যেসব খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা নিয়ে আমরা কাজ করছি। কেউই বাণিজ্যযুদ্ধ চায় না। তবে আমরা জাতীয় স্বার্থে কাজ করবো। উল্লেখ্য, ট্রাম্প আগে থেকেই নতুন করে এই শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বলেছেন, এর ফলে বিশ্বের সব দেশকেই টার্গেট করা হবে। ফলে যুক্তরাষ্ট্রের স্থানীয় পর্যায়ের শিল্প কারখানাগুলো ন্যায্য পাওনা পাবে। জবাবে ইউরোপিয়ান ইউনিয়ন সতর্ক করে বলেছে, তাদের হাতে এ বিষয়ে প্রচুর কার্ড আছে। তা দিয়ে তারা পরিকল্পিত নতুন শুল্ক মোকাবিলা করবে। যদি জোর করে শুল্ক চাপিয়ে দেয়া হয়, তাহলে তার প্রতিশোধ নেয়ার জন্য ভাল পরিকল্পনাও আছে। ওদিকে কিয়ের স্টারমার বলেছেন, তার সামনেও রয়েছে সব বিকল্প। তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক চুক্তির সব রকম সমঝোতার চেষ্টা করেছে।  ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কের জবাব দিতে অনেক বিকল্প হাতে আছে ইউরোপিয়ান ইউনিয়নের। এই দ্ব›দ্ব-সংঘাত ইউরোপ সৃষ্টি করেনি। আমরা প্রতিশোধ নিতে চাই না। কিন্তু যদি প্রয়োজন হয়, তাহলে প্রতিশোধ নেয়ার শক্তিশালী পরিকল্পনা আছে আমাদের এবং আমরা তা ব্যবহার করবো। তিনি ইউরোপিয়ান আইনপ্রণেতাদের সামনে এ কথা বলেন। আরও বলেন, বাণিজ্য থেকে প্রযুক্তি খাত- আমাদের বড় একটি বাজার হাতে আছে। ২৭টি দেশের সমন্বয়ে গঠিত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাহী শাখা এই কমিশন তাদের নিজেদের স্বার্থে বাণিজ্যিক বিরোধ মেটানোর চেষ্টা করছে। এর আগে স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তার জবাবে মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রায় ২৮০০ কোটি ডলার মূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপের কথা বিবেচনা করছে ইউরোপ।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status