বিশ্বজমিন
৫ বছরের জন্য সরকারি পদে নিষিদ্ধ মেরি লা পেন, পারবেন না প্রেসিডেন্ট নির্বাচন করতে
মানবজমিন ডেস্ক
(৩ দিন আগে) ৩১ মার্চ ২০২৫, সোমবার, ৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন

ফ্রান্সের উগ্র ডানপন্থি নেত্রী মেরি লা পেন ৫ বছরের জন্য সরকারি দায়িত্বে নিষিদ্ধ হয়েছেন। এর ফলে আদালতের রায়ে আগামী ২০২৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তার নিজের ন্যাশনাল র্যালি পার্টির (আরএন) জন্য ইউরোপিয়ান তহবিল আত্মস্মাৎ করার দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, পাশাপাশি তাকে চার বছরের জেল দেয়া হয়েছে। তার মধ্যে দুই বছর স্থগিত থাকবে সাজা। ফলে প্রকৃতপক্ষে তাকে কত সময় জেলে থাকতে হবে অথবা আদৌ জেলে যেতে হবে কিনা তা পরিষ্কার নয়। যদি তিনি জেলে না যান তাহলে কিছু বিধিনিষেধ মানতে হবে। যেমন তাকের ইলেকট্রিক ট্যাগ পরতে হবে।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
৮
দ্য হিন্দুকে প্রেস সচিব/ চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস
৯