খেলা
ইয়োহান ক্রুইফের রেকর্ডে ভাগ বসালেন ফ্লিক
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ২৯ মার্চ ২০২৫, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন

স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেয় বার্সেলোনা। ঘরের মাঠে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থানটা আরও পোক্ত করেছে কাতালানরা। চলতি বছরে এখন পর্যন্ত হারের গ্লানি ছুঁতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যদের। এর সঙ্গে নিজেও বার্সার কিংবদন্তি কোচ ইয়োহান ক্রুইফের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন বার্সা বস।
ক্রুইফের আমলে ১৯৯৩-৯৪ মৌসুমে ১৯ ম্যাচ ধরে অপরাজিত থাকে বার্সেলোনা। এবার ইয়ামাল-রাফিনহাদের নিয়ে সেটিই ছুঁয়েছেন ফ্লিক। এই জার্মান কোচের অধীনে শেষ ১৯ ম্যাচে হারেনি স্প্যানিশ জায়ান্টরা। বার্সেলোনার কোচ হিসেবে এ তালিকায় যৌথভাবে ষষ্ঠ ক্রুইফ ও ফ্লিক। টানা ৩৯ ম্যাচে অপরাজিত থেকে সবার উপরে লুইস এনরিকে। এরপর রয়েছেন এর্নেস্তো ভালভার্দে (২৯), পেপ গার্দিওলা (২৮), ফ্র্যাঙ্ক রিকার্ড (২৪) ও টাটা মার্টিনো (২০)।
চলতি মৌসুমে বার্সেলোনার হার খুঁজতে হলে ফিরে যেতে হবে গত বছরের ডিসেম্বরে। সেবার স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে হারে কাতালুনিয়ানরা। ২৮ ম্যাচে ২০ জয়, ৩ ড্র ও ৫ হারে ৬৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ফ্লিকের ছেলেরাই। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট কমে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাটলেটিকো।