খেলা
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন হালান্দ
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১১:৪০ পূর্বাহ্ন
.webp)
আর্লিং হালান্দের চোট কতটা গুরুতর বা কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে, তা বোঝা যাবে আরও পরীক্ষা করিয়ে ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নিয়ে। তবে এই মৌসুমের শেষদিকের আগে আর মাঠে ফিরতে পারছেন না তিনি।
বোর্নমাউথের বিপক্ষে রোববার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে চোট পেয়ে ৬০তম মিনিটে মাঠ ছাড়েন হালান্দ। ম্যাচের পর যখন ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি।
পরীক্ষা করানোর পর ম্যানচেস্টার সিটি বিবৃতিতে জানায়, 'সোমবার সকালে ম্যানচেস্টারে আর্লিংয়ের প্রাথমিক পরীক্ষা করানো হয়েছে এবং এখন তাকে বিশেষজ্ঞ দেখানো হবে চোটের সম্পূর্ণ মাত্রা পুরোপুরি নিশ্চিত হতে। তার অবস্থা ভালোভাবে বুঝতে মূল্যায়ন চলছে এখনও। আপাতত আশা করা হচ্ছে, মৌসুমের বাকিটায় আর্লিং ফিট হয়ে উঠে খেলতে পারবে, এই গ্রীষ্মের ফিফা ক্লাব বিশ্বকাপসহ।'
চলতি মৌসুম প্রিমিয়ার লীগে ২৮ ম্যাচে ২১ গোল করেছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ৪০ ম্যাচে ৩০টি।