খেলা
রূপকথা লিখে জার্মান কাপের ফাইনালে আর্মিনিয়া বিলেফেল্ড
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ২:৫৩ অপরাহ্ন

বায়ার লেভারকুজেনের খেলোয়াড় ও ভক্ত-সমর্থকদের হয়ত এখনও অবিশ্বাস্য লাগছে সবকিছু। জার্মান কাপ ডিএফবি পোকালে রূপকথা লিখে ফেলেছে আর্মিনিয়া বিলেফেল্ড। বুন্ডেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের সেমিফাইনাল থেকে বিদায় করে দিয়েছে ডাউ ব্লাউয়েনরা। ঘরের মাঠে ২-১ গোলের জয়ে প্রথমবারের মতো জার্মান কাপের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিকরা।
জার্মানির তৃতীয় সারির দলটির বিপক্ষে হারের কথা হয়তো কল্পনাও করেনি লেভারকুজেন। তবে এই ফাইনালের পথে শুধু বর্তমান চ্যাম্পিয়নদেরই নয়, এ নিয়ে ক্লাবটি বিদায় করেছে বুন্ডেসলিগার ৪ ক্লাবকে। এর আগে প্রথম কিংবা দ্বিতীয় সারির ক্লাব না হয়েও জার্মান কাপের একই মৌসুমে এমন কীর্তি করে দেখাতে পারেনি অন্য কোনো ক্লাব। এবার লীগ চ্যাম্পিয়নদেরও বাড়ির রাস্তা দেখিয়ে দিয়ে রোমাঞ্চিত বিলেফেল্ড কোচ মিশেল নিয়াত। তিনি বলেন, ‘এই দলটি নিয়ে আমি সত্যি গর্বিত। পুরো অঞ্চলের মানুষ হয়তো আমার মতোই অনুভব করছে। আজ (মঙ্গলবার) রাতে কেউ ঘুমাবে না।’ এদিনের ম্যাচে রক্ষণভাগের খেলোয়াড়দের কৃতিত্ব অনেকটাই। ম্যাচের পর তাদের কথা মনে করিয়ে দিয়ে এই ৩৯ বছর বয়সী কোচ বলেন, ‘ম্যাচে ডিফেন্ডাররা দারুণ খেলেছে। ওরাই আমাদের জয় পেতে সাহায্য করেছে।’ ১১৯ বছরের ইতিহাসে আর্মিনিয়া বিলেফেল্ডের সাফল্য বলতে কেবল বুন্ডেসলিগার দ্বিতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়া। এছাড়া তারা দু’বার জিতেছে ওয়েস্ট জার্মান কাপের শিরোপা। এবারই প্রথম জার্মান কাপের শিরোপা হাতছানি দিচ্ছে দলটিকে।
এদিনের ম্যাচে আক্রমন-বল আধিপত্যে সফরকারীরা এগিয়ে থাকলেও কাজের কাজটা করে দেখিয়েছে বিলেফেল্ড। ১৩টির মধ্যে ৪টি শট লক্ষ্যে থাকে লেভারকুজেনের। ৮টি শটের মধ্যে ৩টি লক্ষ্য থাকে স্বাগতিকদের। প্রতিপক্ষের মাঠে প্রথমেই যথারীতি এগিয়ে যায় লেভারকুজেন। ম্যাচের ১৭তম মিনিটে গোল করে উল্লাসে ভাসেন জনাথন তাহ। তবে ৩ মিনিটের মধ্যে গোল শোধ করেন মারিয়ার ওর্লে। বিরতিতে যাবার আগে যোগ করা সময়ে দলের দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন ম্যাক্সিমিলিয়ান গ্রোসার। মাঠে ফিরে অনেক চেষ্টা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি শাবি আলোনসোর শিষ্যরা। বাকি সময়টায় নিজেদের রক্ষণভাগ দারুণভাবে সামলায় আর্মিনিয়া বিলেফেল্ড।