ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

ভারতকে রুখে দিয়ে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(২১ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৪:০৪ অপরাহ্ন

mzamin

শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে রুখে দেয়ার পুরস্কারটা র‌্যাঙ্কিংয়েই পেলো বাংলাদেশ। আজ পুরুষ ফুটবল দলের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবল সংস্থা (ফিফা)। দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠে এসছে হাভিয়ের কাবরেরার দল। ২০২৪-এর ফেব্রুয়ারির পর র‌্যাঙ্কিংয়ে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে এক ধাপ পিছিয়ে ১২৭ নম্বরে ভারত। শীর্ষে যথারীতি আর্জেন্টিনা।

২০২৩-এর অক্টোবরে ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দেয় বাংলাদেশ। সেই সময় এক মাসের ব্যবধানে ১৮৯ থেকে ১৮৩ নম্বরে জায়গা করে নেয় টাইগার ফুটবলাররা। এরপর টানা ৫ মাস অপরিবর্তিত থেকে ফের পিছিয়ে পড়ে বাংলাদেশ। গত বছরের এপ্রিল থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৮ বার বিশ্ব র‌্যাঙ্কিং হালনাগাদ করে ফিফা। এ সময়ের মধ্যে ১৮৪ আর ১৮৫ এর মধ্যেই আটকে ছিল বাংলাদেশ। গত ২৫শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশিরা। হামজা চৌধুরির অভিষেক ম্যাচের পর তাই উন্নতি হলো দলের র‌্যাঙ্কিংয়ে। র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই ভারতের এগিয়ে থাকা এবং অ্যাওয়ে ম্যাচের এক পয়েন্ট এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে। সবশেষ এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ৫.৩৫। দলের বর্তমান মোট পয়েন্ট ৯০৪.১৬। ৯০৬.৮ পয়েন্ট নিয়ে ঠিক উপরেই ভুটান।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দলের এখন পর্যন্ত সেরা অবস্থান ১১০। ১৯৯৬তে ফুটবল খেলুড়ে দেশগুলোর মধ্যে এমন শক্ত জায়গায় ছিল বাংলাদেশিরা। পরে নিয়মিত বিরতিতে মাঠের পারফর্মেন্স খারাপের দিকে যাওয়ায় র‌্যাঙ্কিংয়ের ছকটাও ধীরে ধীরে নিচের দিকে যেতে থাকে। ২০১৮তে সর্বনিম্ন ১৯৭ নম্বরে নেমে যায় বাংলাদেশ। অন্যদিকে হামজাদের বিরুদ্ধে গোলশূন্য ড্রতে এক ধাপ পিছিয়ে ১২৭ নম্বরে নেমেছে ভারতীয়রা। আগামী ১০ই জুন এশিয়ান কাপের বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে খেলবে বাংলাদেশ। ১৬০ নম্বরে থাকা সিঙ্গাপুরও সবশেষ এই র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে এখন ১৬১ নম্বরে।

যথারীতি শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিছুদিন আগে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট বেড়েছে ১৮.৯১। ফ্রান্সকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। অপরিবর্তিত রয়েছে চার ও পাঁচে থাকা ইংল্যান্ড ও ব্রাজিল। সবশেষ এই র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে মায়ানমার। ৭ ধাপ এগিয়ে ১৬২ নম্বরে উঠে এসেছে পার্শবর্তী দেশটি। আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে ফিফার পরবর্তী র‌্যাঙ্কিং।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status