খেলা
নিউজিল্যান্ড সফরে আবার জরিমানা পাকিস্তানের
স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, শুক্রবারনিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জরিমানা সম্মুখীন হয়েছে পাকিস্তান। এবার মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হয়েছে সফরকারী দলের ক্রিকেটারদের। এর আগে প্রথম ওয়ানডেতেও একই কারণে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানার খড়গ নেমে আসে পাকিস্তানের ওপর। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও ইতিমধ্যে ২-০তে হেরে গেছে পাকিস্তান। এর আগে গত ২৯শে মার্চ প্রথম ম্যাচে ৭৩ রানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এর দু’দিন পর দ্বিতীয় ওয়ানডের আগের দিন পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির কথা জানায় আইসিসি। পরদিন শাস্তির খড়গ মাথায় নিয়েই হ্যামিল্টনে খেলতে নামেন মোহাম্মদ রিজওয়ানরা। দায় স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি ম্যাচ রেফারি জেফ ক্রোর। সে ম্যাচেও একই কান্ডে জড়ায় পাকিস্তান। এদিনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার পিছিয়ে ছিল পাকিস্তানি বোলাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হেরে সিরিজ হাতছাড়া হয় সফরকারী দলের। আগের ম্যাচের মতো এদিনও দায় স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সেই ম্যাচে কিউইদের ২৯২ পাকিস্তানের প্রথম ৫ ব্যাটার মিলে সাকুল্যে করেন ১৯ রান। পরে ফাহিম আশরাফের ব্যক্তিগত ৭৩ রানে কিছুটা লজ্জা নিবারণ হয় সফরকারীদের। সঙ্গে ব্যক্তিগত ৫১ রানের ক্যামিও খেলেন পেসার হারিস রউফ। এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটে ফুলকি ছোটান মিচেল হে। ৭৮ বলে অপরাজিত থাকেন ব্যক্তিগত ৯৯ রানে। আগের ম্যাচে অভিষিক্ত মোহাম্মদ আব্বাস খেলেন ৪১ রানের ইনিংস। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে আগামী আগামী শনিবার ভোরে, মাউন্ট মঙ্গানুইয়ে।