ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

বিশ্বকাপের টিকিট পেলো যারা এবং অপেক্ষায় যারা

স্পোর্টস ডেস্ক

(৫ দিন আগে) ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ২:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে যায় আর্জেন্টিনা। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র। বাকি ৪৫ দল খেলবে বাছাইপর্ব পেরিয়ে। ইতিমধ্যে আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মোট ৭ দেশ। বুধবার মূলপর্বে পৌঁছে গেছে ইরানও।

ফিফা বিশ্বকাপে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে কানাডা। ২০২২ কাতার বিশ্বকাপের পর এটি হতে যাচ্ছে তাদের টানা দ্বিতীয় বিশ্বকাপ। অন্যদিকে ১৯৭০ এবং ১৯৮৬’র পর এবার তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে মেক্সিকো। ১৮তম বারের মতো বিশ্বকাপে খেলবে দেশটি। তবে এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালের মুখ দেখেনি মেক্সিকানরা। সব ঠিকঠাক থাকলে এবারও গোলপোস্টের নিচে দেখা যাবে গিলের্মো ওচোয়াকে। প্রতি বিশ্বকাপেই তার অতিমানবীয় হয়ে ওঠার গল্পটা তো সবারই জানা। সবশেষ স্বাগতিক দেশ হিসেবে খেলবে যুক্তরাষ্ট্র। এটি হতে যাচ্ছে তাদের ১২তম বিশ্বকাপ। স্বাগতিকদের বাইরে থেকে সবার আগে আসন্ন বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জাপান। এশিয়ান অঞ্চলের বাছাইয়ে গত ২০শে মার্চ বাহারাইনকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে জাপানিজরা। এ নিয়ে টানা সপ্তম বার বিশ্বকাপে খেলবে পূর্ব এশিয়ার দেশটি। ওশেনিয়া অঞ্চল থেকে টিকিট পেয়েছে নিউজিল্যান্ড। আঞ্চলিক ফাইনালে নিউ ক্যালিডোনিয়াকে হারিয়ে তৃতীয়বারের মতো জায়গা করেছে আন্তর্জাতিকের অল হোয়াইটরা। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করেছে ইরান। আর সবশেষ সংযোজন হিসেবে টিকিট কেটেছে আলবিসেলেস্তেরা। ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগের ম্যাচে বলিভিয়া স্বাগতিক উরুগুয়েকে না হারাতে পারায় জায়গা করে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে আসন্ন বিশ্বকাপে খেলবে ১৬টি দল। চলতি মাসেই শুরু হয়েছে এ অঞ্চলের বাছাইপর্ব। ১৬টি স্থানের জন্য লড়াই চলছে ১২টি গ্রুপে ভাগ হয়ে। এ মাসে কেবল ৬ গ্রুপের খেলাই শুরু হয়েছে। বাকিরা খেলবে আগামী সেপ্টেম্বরে। আফ্রিকা অঞ্চল থেকে সুযোগ পাবে ৯ দেশ। ৯ গ্রুপের মধ্যে চলমান বাছাইয়ে জায়গা করবে গ্রুপগুলোর শীর্ষ দলগুলো। এশিয়ান অঞ্চল থেকে বাকি এখনও ৬ দল। বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার সুযোগ রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক, ওমান, সৌদি আরব ও ইন্দোনেশিয়ারও। উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের (কনক্যাকাফ) হিসেবটা এখন একটু ভিন্ন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বাগতিক হিসেবে সরাসরি খেলায় এখন বিশ্বকাপে খেলার জন্য লড়বে কোস্টারিকা, জ্যামাইকা ও হন্ডুরাসের মতো দলগুলো। দক্ষিণ আমেরিকা অঞ্চল (কনমেবল) থেকে আর্জেন্টিনাসহ খেলবে প্রথম ৬ দল। সপ্তম দলকে প্লে অফ পর্ব পেরিয়ে আসতে হবে। ওশেনিয়া অঞ্চল থেকে আন্ত:মহাদেশীয় প্লে অফে জায়গা করে নিয়েছে নিউ ক্যালিডোনিয়া, যা অনুষ্ঠিত হবে আগামী বছর মার্চে।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status