খেলা
কেনো নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী?
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৪:৩৬ অপরাহ্ন

লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুকো আলোচনায় অনেক দিন থেকেই। আর্জেন্টাইন মহাতারকার পরিবারকে নিরাপত্তা দিতে কাজ করেন চুকোর ৫০ সদস্যের একটি দল। সাবেক এই মিক্সড মার্শাল আর্টিস্ট নিজেও মেসির সঙ্গে লেগে থাকে প্রায় ২৪ ঘন্টাই। ম্যাচ চলাকালীন তাকে সাইডলাইনে, প্রয়োজনে মাঠের ভেতরেও ঢুকে পড়তে দেখা যায়। তবে এবার থেকে ইন্টার মায়ামির ম্যাচ চলাকালীন ইয়াসিনকে আর সাইডলাইনে দেখতে পাওয়া যাবে না।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার তথ্যমতে, আমেরিকান মেজর লীগ সকারের (এমএলএস) এই নিষেধাজ্ঞা কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও বলবৎ থাকবে। তবে মায়ামির ড্রেসিং রুম আর মিক্সড জোনে মেসির সঙ্গে থাকতে পারবেন ইয়াসিন। এর কারণ হিসেবে বলা হয়েছে, মেসির সঙ্গে মাঠে অপ্রত্যাশিত কিছু ঘটলেই তিনি ঢুকে পড়েন। এমএলএস কতৃপক্ষের এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট ইয়াসিন। তিনি জানান, ইউরোপে লিগ আ ও চ্যাম্পিয়নস লীগে ৭ বছর তিনি কাজ করেছেন। এ সময়ের মধ্যে কেবল ৬ জন ব্যক্তি মাঠে ঢুকে পড়ে। অন্যদিকে আমেরিকায় ২০ মাসের মধ্যেই ১৬ জন ঢুকে পড়েছে। এ প্রসঙ্গে এমএলএস কতৃপক্ষের দিকেই আঙুল তোলেন এই ৩৫ বছর বয়সী আমেরিকান। ইয়াসিনকে নিষিদ্ধ করার পর মেসিকে মাঠে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার দায়িত্ব নিয়েছে এমএলএস কতৃপক্ষই।
২০২৩-এ ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পরপরই ইয়াসিন চুকোকে নিয়োগ দেয় দেন লিওনেল মেসি। মার্কিন নৌবাহিনীতেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। তায়েকান্দো ও বক্সিংয়েও দক্ষ ইয়াসিন।