খেলা
অ্যাটলেটিকোর বিপক্ষে কঠিন লড়াইয়ের অপেক্ষায় ফ্লিক
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:১১ অপরাহ্ন

আজ রাতে কোপা দেল রে’র সেমিফাইনালে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে অ্যাটলেটিকো মাদ্রিদ। দুর্দান্ত লড়াইয়ের পর প্রথম লেগ ড্র হয় ৪-৪ গোলে। তাই দ্বিতীয় লেগের ম্যাচটিকে ফাইনালের আগে আরেকটি ফাইনাল মনে করছেন বার্সা বস হান্সি ফ্লিক।
আগের লেগে নিজেদের মাঠে ৮৩ মিনিট পর্যন্ত ৪-২ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে এরপর তাদের জয়ের স্বপ্নভঙ্গ করে অ্যাটলেটিকো মাদ্রিদ। এর আগেও গত ডিসেম্বরে স্প্যানিশ লা লিগার ম্যাচে দিয়েগো সিমিওনের ছেলেদের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২-১ গোলে হারে কাতালানরা। দুই ম্যাচেই যোগ করা সময়ে দলের হয়ে গোল করেন আলেক্সান্দার সরলথ। তবে লীগে ফিরতি ম্যাচে অ্যাটলেটিকোর মাঠেই দারুণ এক গল্প লেখে বার্সেলোনা। রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ গোলে জয় তুলে নেয় কাতালুনিয়ান ক্লাবটি।
কোপা দেল রে’র দ্বিতীয় লেগের আগের দিন সংবাদ সম্মেলনে বার্সা কোচ হান্সি ফ্লিক বলেন, ‘ভিন্নধর্মী একটি লড়াই হতে যাচ্ছে, ফাইনালের আগে ফাইনালের মতো। আমি বিশ্বাস করি আমরা ফাইনালে যাব। এই দলকে নিয়ে আমি গর্বিত। এতদূর এসেছি তা ভাগ্যের জোরে নয়, আমাদের প্রাপ্য এটি।’ তিনি যোগ করেন, ‘আমরা সুপার কাপ জিতেছি, তবে সেটু অতীতের কথা। আমরা ফাইনালে উঠতে চাই, তবে কাজটি সহজ হবে না। তাদের (অ্যাটলেটিকো) দারুণ একজন কোচ আছে। তারা জানে যে তারা কী জন্য লড়ছে এবং তারা যা করছে তা নিয়ে আত্মবিশ্বাসী। লড়াইটা খুব কঠিন হবে।’