ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

লস অ্যাঞ্জেলসের কাছে মৌসুমের প্রথম হার দেখলো মেসিরা

স্পোর্টস ডেস্ক

(২৩ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:৫৩ অপরাহ্ন

mzamin

চোট কাটিয়ে উঠার পর বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসের ম্যাচে শুরুর একাদশে জায়গা পান কিংবদন্তী আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। এরপরও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এ নিয়ে চলতি বছর প্রথম ১০ ম্যাচে অপরাজিত থাকার পর এটিই মায়ামির বছরের প্রথম হার। একইসাথে আর্জেন্টাইন কোচ  হ্যাভিয়ের মাশ্চেরানোর অধীনে দলের প্রথম হার।     
এদিন একাদশে লিওনেল মেসি থাকলেও সম্পূর্ণ ম্যাচে তিনি সঠিকভাবে মাত্র দুইটি শটের সুযোগ পান। মেসির দুইটিসহ মোট তিনটি গোলই আটকে দেন ফ্রান্সের তারকা গোলকিপার উগো লরিস। এদিন ম্যাচের ৫৭তম মিনিটে এলএএফসির (লস অ্যাঞ্জেলস) হয়ে গোল করেন ২১ বছর বয়সী মার্কিন ফরোয়ার্ড নাথান ওরদাজ। স্টপেজ টাইমে মেসি ফ্রি কিক থেকে সমতা ফেরানোর সুযোগ পেলেও গোলবারের ওপর দিয়ে মেরে সে চেষ্টাতেও ব্যর্থ হন এলএমটেন।  
ম্যাচ শেষে মায়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো বলেন,  ‘আজ রাতটা আমাদের জন্য সেরা ছিল না। আমাদের এটি প্রথম লেগ ছিল এবং পরের সপ্তাহে আমাদের পরবর্তী খেলাটি রয়েছে। আমি বিশ্বাস করি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে যাওয়ার জন্য আমরা পরবর্তী ম্যাচে সঠিক জিনিসগুলো করতে পারব।  আমি মনে করছি পরবর্তীতে নিজেদের মাঠে, নিজেদের মাঠের সমর্থকদের নিয়ে একটি ভালো ম্যাচ খেলতে পারবো। আমাদের ভক্তদের সাথে, আমরা একটি ভাল ম্যাচ খেলতে পারি এবং পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারি। এটা নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই। আমরা অবশ্যই ম্যাচ জেতার জন্য চেষ্টা করব।’   
আগামী রোববার সেমি-ফাইনালে ওঠার দ্বিতীয় লেগের লড়াইয়ে মায়ামির মাঠে নামবে দুই দল।  

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status