খেলা
আর্সেনালের বিপক্ষে রুডিগারকে পাবে তো রিয়াল!
স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
কোপা দেল রে’র সেমিফাইনালে ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগারের গোলে উতরে যায় রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে রিয়াল সোসিয়েদাদকে ৫-৪ গোলে হারায় অল হোয়াইটরা। রিয়ালের এ জার্মান ডিফেন্ডারকে নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। রুডিগারকে চ্যাম্পিয়ন লীগ কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে পাওয়া যাবে কি না, আগামীকাল এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে উয়েফার শৃঙ্খলা কমিটি। আগামী ৮ই এপ্রিল লন্ডনের এমিরেটস মাঠে মুখোমুখি হবে আর্সেনাল-রিয়াল।
মূলত অভিযোগটা ওঠে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে অশোভন আচরণের অভিযোগ ওঠে রিয়ালের চার খেলোয়াড়ের বিরুদ্ধে। তারা হলেন রুডিগার, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও দানি সেবায়োস। অ্যাটলেটিকো সমর্থকদের উদ্দেশ্যে তাদের অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ দায়ের করে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী ক্লাবটি। টিভি ফুটেজে দেখা যায়, আঙুল দিয়ে গলা কাটার ইঙ্গিত করেন জার্মান ডিফেন্ডার রুডিগার, যা স্পষ্টতই করা হয় ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য করে। স্প্যানিশ জাতীয় ক্রীড়া দৈনিক সংবাদপত্র মার্কার প্রতিবেদন অনুযায়ী, দোষী সাব্যস্ত হলে ৩ জন জরিমানার মুখে পড়তে পারেন। সম্প্রতি এমন সিদ্ধান্তের দিকে তাকালে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞাও পেতে পারেন তারা। তবে রুডিগারের বিষয়টা একটু ভিন্ন। তার অঙ্গভঙ্গি ভালোভাবে নেয়নি ভক্ত-সমর্থক আর উয়েফাও। এটি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হয়। এক্ষেত্রে জরিমানার সঙ্গে চ্যাম্পিয়নস লীগের পরবর্তী ম্যাচে নিষিদ্ধও হতে পারেন এই জার্মান ফুটবল তারকা। অন্যদিকে রক্ষণভাগ নিয়ে চিন্তায় থাকবে আর্সেনালও। ইংলিশ প্রিমিয়ার লীগে শেষ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নেয় গানাররা। তবে ম্যাচের ষোড়শ মিনিটে ধাক্কা খায় সেদিনের ম্যাচের স্বাগতিকরা। হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল মাগালিয়াইস। পরে সংবাদ সম্মেলনে কোচ মিকেল আর্তেতা জানান যে চোট কত বড় তা জানা যায়নি। পরে এই ব্রাজিলিয়ান তারকার স্ত্রী গ্যাব্রিয়েল ফিগুয়ের্দো জানান, চোটের পর ডাক্তারের সঙ্গে আছেন মাগালিয়াইস এবং স্ক্যান করেছেন।