খেলা
পাকিস্তানে ব্যাটারদের ভালো করার তাগিদ দিলেন নিগার
স্পোর্টস ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
নারী ক্রিকেট দলের বোলাররা ভালো করলেও বরাবরই ব্যাটিং বিপর্যয়ের জন্য ম্যাচ হারতে হয় বাংলাদেশকে । সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারায় বাংলাদেশ। ভারতে হতে যাওয়া আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে বাংলাদেশকে। আর এ টুর্নামেন্টে ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ দলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানে যাওয়ার আগে গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক। জ্যোতি বলেন, ‘প্রথমদিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং-বান্ধব, আবার আমাদের বোলাররাও সবসময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সবসময়, ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি সেটাই লক্ষ্য থাকবে।’
গণমাধ্যমকে বাংলাদেশের আসন্ন ম্যাচ উপলক্ষে প্রস্তুতির বিষয়ে অধিনায়ক জ্যোতি বলেন, ‘প্রস্তুতির জন্য আমরা ঈদের ছুটিতে বাসায় যেতে পারিনি। এখানে (মিরপুরে) অনুশীলন করতে হয়েছে। আমরা সবাই জানি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্ট। কারণ একটা দল যখন আইসিসি’র আসর খেলে তাদের সবাই ভিন্নভাবে দেখে। আর এটা আমাদের ক্যারিয়ারের জন্য অনেক বড় অনেক ব্যাপার। গতবার আমরা যখন ওয়ানডে বিশ্বকাপ খেলেছি এরপর কিন্তু আমাদের ম্যাচ অনেক বেড়ে গিয়েছিল। সম্মানের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে আমরা খেলোয়াড়রা অনেক বেনিফিশিয়াল হয়েছি। নারী ক্রিকেটের জন্য আমাদের বিশ্বকাপে কোয়ালিফাই করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাকে সামনে রেখে যা যা করণীয় ছিল করেছি। যদিও রোজা ছিল। বিষয়টা আমাদের জন্য অনেক কঠিন ছিলো। আন্ডার লাইটেও আমরা অনুশীলন করেছি যেহেতু দুইটা ম্যাচ দিবারাত্রির আছে। প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি ভাইটাল। আজ আমরা অনুশীলন করেছি কারণ পর পর দুই দিন আমাদের ভ্রমণের মধ্যে থাকা লাগবে। ভালো একটা প্রস্তুতি আছে আমাদের তাই বলবো। সেখানে গিয়েও অনুশীলন ম্যাচ খেলবো। মূল আসরের আগে দল পুরোপুরি প্রস্তুত হবে।’
সর্বশেষ বিশ্বকাপেও বাছাইপর্ব পার করে মূল মঞ্চে খেলেছিল বাংলাদেশ। এ বিষয়ে জ্যোতি বলেন, ‘গত বছরও বাছাই পেরিয়ে আমাদের বিশ্বকাপ খেলতে হয়েছে। হয়তো সরাসরি খেলার সুযোগ ছিল সেটা আমরা নিতে পারিনি। এখন আমাদের লক্ষ্য থাকবে যেন বাছাই পেরিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারি।’
জ্যোতি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম। তবে সর্বশেষ আমরা তাদের (ওয়েস্ট ইন্ডিজ) বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড-স্কটল্যান্ডের সঙ্গে খেলবো।’
নিজেদের বোলিং ইউনিট নিয়ে এদিন প্রশংসা করে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত কয়েকটা সিরিজ আমরা যখন বাইরে খেলেছি। বোলাররা অনেক ভালো করেছে। ভালো উইকেটে যত ভালো বোলিং করা যায় আর কি। এসব উইকেটে অত টার্ন পাবেন না, আর আমাদের (মাঠ) তো স্পিন নির্ভর থাকে। দেশের উইকেটে খেলার সময় ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে। কিন্তু দেশের বাইরে উইকেট নেয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বোলারদের সঙ্গে এভাবে কথা হয়েছে যেন উইকেটের পেছনে না ছুটে ইকনোমিক্যাল বল করতে পারি।’
আগামী ৯ই এপ্রিল পাকিস্তানের লাহোরে শুরু হবে ২০২৬ নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। ১০ই এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ৬ দলের এ টুর্নামেন্ট থেকে সেরা ২ দল পাবে মূল পর্বের টিকিট। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৯শে এপ্রিল। বাকি চার দল হচ্ছে পাকিস্তান, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড।
আগামী ১৩ই এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৫ই এপ্রিল একই স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। ১৭ এবং ১৯শে এপ্রির শেষ দুই ম্যাচ আয়োজিত হবে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।