খেলা
‘আদর্শ’ জকোভিচকে হারিয়ে মায়ামিতে মেনসিকের রূপকথা
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ৩১ মার্চ ২০২৫, সোমবার, ৭:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৩ অপরাহ্ন

প্রথমবার এটিপি ১০০০-এর ফাইনালে নেমেই বাজিমাত করলেন ইয়াকুব মেনসিক। ৭-৬ (৭-৪), ৭-৬ (৭-৪) সেটে নিজেরই আদর্শ নোভাক জকোভিচকে হারিয়ে মায়ামি ওপেন জিতেছেন এই তরুণ টেনিস তারকা। অথচ এই টুর্নামেন্টের এক পর্যায়ে নিজেকে সরিয়ে নেয়ার কথা ভাবছিলেন মেনসিক!
স্থানীয় সময় আজ বেলা তিনটায় খেলা শুরু কথা থাকলেও টানা বৃষ্টিতে সেটি পিছিয়ে যায়। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে যখন ম্যাচ শুরু হয় তখন রাত সাড়ে ৮টা পেরিয়ে গেছে। ৩৭ বছর বয়সী জকোভিচ আর ১৯ বছর বয়সী মেনসিক কোর্টে নামতেই রেকর্ড হয়ে যায় একটি। এটিপি ১০০০ ফাইনালে এতটা বয়সের পার্থক্য (১৮ বছর ১০২ দিন) দেখা যায়নি আগে। ২০০৭-এ যখন এই সার্বিয়ান তারকা যখন প্রথম মায়ামি ওপেনের ফাইনাল জেতেন, তখন মেনসিকের বয়স কেবল ২ বছর। তবে আজ ক্যারিয়ারের শততম শিরোপা হাতছাড়া হলো সেই চেক প্রজাতন্ত্রের তরুণের কাছেই। এত বড় অর্জনের আগের দুঃসময়টা শোনালেন মেনসিক নিজেই। তিনি বলেন, ‘আমি হাঁটতে, দৌড়াতে পারছিলাম না। চিকিৎসা নেয়া শুরু করি, ব্যথানাশক ওষুধ খাচ্ছিলাম। আমি যে সরে দাঁড়াচ্ছি, সেটি জানাতে রেফারিদের রুমে গিয়েছিলাম। কিন্তু তিনি লাঞ্চ করছিলেন।’ পরে মেনসিক তার ফিজিওর কাছে ফিরে গেলে তিনি জানা যে চোট অতটা গুরুতর নয় এবং চিকিৎসা শুরু করেন। এরপর প্রথম রাউন্ডের ম্যাচ জিতে যাবার পর আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং খেলারও উন্নতি হয়। তারই ধারাবাহিকতায় জিতলেন ফাইনালও।