খেলা
ঈদে বাড়ি যেতে না পেরে যা বললেন জ্যোতি
স্পোর্টস রিপোর্টার
(১ দিন আগে) ৩১ মার্চ ২০২৫, সোমবার, ৯:৫৯ অপরাহ্ন

নারী বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিতে আগামী ৩ই এপ্রিল পাকিস্তান যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে ঈদে মাত্র ৩ দিন ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এতে করে বাড়ি যাওয়া হয়নি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ অনেকের।
ক্যাম্পে থাকা জ্যোতি-সোবহানা মোস্তারিরা আজ সোমবার ঈদ উদযাপন করছেন মিরপুরে। পরে গণমাধ্যমের মুখোমুখি হন দলের অধিনায়ক জ্যোতি। সেখানে তিনি বলেন, ‘আমি বলবো যে দেশের ডিউটির জন্যই আমরা যেতে পারছি না। কিন্তু সবার সাথে ছিলাম ভালো লাগছে অনেক।’
তিনি বলেন, 'অনেকে আছে যারা পরিবারের সাথে দূরে থাকাটা নিতে পারে না। ঈদের দিনটাতে পরিবারের সাথে থাকতে চায়। আমাদের দলে ফাহিমা আপু আছে, রিতু আপু আছে, তারা অনেক বেশি ইমোশনাল। ওনারা পরিবারকে অনেক বেশি মিস করছে।'
জ্যোতি বলেন, 'মারুফা-স্বর্ণা এরা ছোটো। তো আজকে একটা একসাথে গেট টুগেদারের উদ্যোগ নিয়েছে বিসিবি। তো ঈদের দিনটা একটু হলেও স্পেশাল হয়েছে।'