খেলা
রোনালদোর রেকর্ড ছুঁয়ে নিজেকে ভাগ্যবান বলছেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
(২ দিন আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ৫:১৯ অপরাহ্ন
.jpeg)
কিলিয়ান এমবাপ্পে ছোট থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুসরণ করেন। এবার রোনালদোর রেকর্ড ছুয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন এই ফরাসি বিশ্বকাপজয়ী তারকা।
গতকাল লা লিগার ম্যাচে লেগানেসের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। যেখানে জোড়া গোল করেন এমবাপ্পে। এই দুই গোলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল হয়ে গেল ৩৩টি।
রিয়ালের হয়ে অভিষেক মৌসুমেই সবচেয়ে বেশি গোলের তালিকায় যৌথভাবে এখন শীর্ষে এমবাপ্পে। তার সমান গোল আছে শুধু রিয়ালের সাবেক ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর
ম্যাচের পর এমবাপ্পে বলেন, 'এটা খুবই স্পেশাল। যদিও সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হলো দলের জন্য করা কাজগুলি। তবে ক্রিশ্চিয়ানো সমান গোল কতে পারা সবসময়ই দারুণ। আমরা জানি, রিয়াল মাদ্রিদের জন্য ক্রিশ্চিয়ানো কেমন… এবং আমার জন্যও…।'
তিনি বলেন, 'আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হয়, সবসময় কথা চলেই। তিনি আমাকে পরামর্শ দেন। তার সমান গোল করতে পারা খুবই ভালো। তবে আমি তো সবসময়ই বলি, এখানে ট্রফি জিততে হবে আমাদের।'