খেলা
এফএ কাপের সেমিফাইনালে উঠলো ম্যানসিটি
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ৩১ মার্চ ২০২৫, সোমবার, ১০:২৬ পূর্বাহ্ন

চলতি মৌসুমটা মোটেও ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়নস লীগে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে গেছে আগেই। আশা আছে শুধু এফএ কাপে। এবার বোর্নমাউথকে হারিয়ে এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলো পেপ গার্দিওলার শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে রোববার কোয়ার্টার-ফাইনালের ম্যাচে ২-১ গোলে জিতেছে সিটি। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ২৬শে এপ্রিল নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।